দিকে দিকে ঐ জাগিয়া উঠিল- মুমিনযোদ্ধা আর শিবসেনারা।
লিখেছেন লিখেছেন খেলাঘর বাধঁতে এসেছি ১১ এপ্রিল, ২০১৪, ০৩:২৮:২২ রাত
ভারতের লোক সভা নির্বাচনের ৩য় দফা গতকাল শেষ হল। এবারের নির্বাচনে ক্ষমতাসীন কংগ্রেসের জন্য কঠিন হয়ে দাড়িয়েছে। কারণ ইতোমধ্যে জনমত জরিপে এগিয়ে আছে বিজেপি। নির্বাচনে বিজেপির পক্ষে নরেন্দ্র মোদি প্রচারনাও চলছে সমান তালে, চলছে নয়াদিল্লি ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচন সহ বিজেপি-সমর্থিত ছাত্রসংগঠনের জয়জয়াকার। তাদের এবারে শপথ ভারতকে মুসলিম মুক্ত রামরাজ্য ঘোষণা করা।
কি হতে যাছ্ছে সামনের দিন গুলোতে ভারতে? গেরুয়া পোশাক পরা শিব সেনারা নাঙ্গা তোরবারি হাতে রে রে করে নেমে আসবে কি মুসলিমের কল্লা কেটে নিতে??
অন্য দিকে বাংলাদেশে গত ৫ই মের বদলা নিতে আবারও সংগঠিত হয়েছে হেফাজতে ইসলাম, পিছে ইন্ধন দিচ্ছে জামাত বিএনপি। তাদের এবার শপথ বাংলাদেশকে নাস্তিক মুক্ত খেলাফতী রাষ্ট্র ঘোষণা করা।
কি হতে যাছ্ছে সামনের দিন গুলোতে বাংলাদেশে? কলেমার নিশান আর সুন্নতি তলোওয়ার হাতে মুমিন যোদ্ধারা রে রে করে নেমে আসবে কি নাস্তিক-মুর্তাদের কল্লা কেটে নিতে??
বিষয়: বিবিধ
১৪০৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হাসালেন! স্বপ্ন দেখা ভাল, তবে স্বপ্নের মধ্যে বাস করাটা বোকামি।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7238
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
মন্তব্য করতে লগইন করুন