কওমি মাদ্রাসার স্বীকৃতি
লিখেছেন লিখেছেন চিলেকোঠার সেপাই ২০ এপ্রিল, ২০১৭, ১২:২৬:০৮ দুপুর
কওমি মাদ্রাসার স্বীকৃতি নিয়ে যে প্রশ্ন উঠছে তার মূল কারন সম্ভবত আমাদের মধ্যে ইতিহাস চর্চা একবারেই নেই এটা। আমাদের দেশে শিক্ষা বলতে মূলত মসজিদ কেন্দ্রিক কওমি মাদ্রাসার শিক্ষা বা টোলকেই বোঝানো হতো। এই শিক্ষায় শিক্ষিত মানুষ ব্রিটিশদের শাসনে একটা বাঁধা হয়ে দাঁড়ায়। এছাড়া দেশ চালানোর জন্য ব্রিটিশদের কিছু এদেশীয় চ্যালাও দরকার ছিল। সেই প্রয়োজনীয়তা থেকে পরবর্তীতে লর্ড ম্যাকলে আমাদের এই প্রচলিত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থা প্রনয়ন করেন। এরপর ওয়ারেন হেস্টিং আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রনয়ন করেন। এগুলো এটা একদম বিশুদ্ধ উপনিবেশিক শিক্ষা। আজ এই উপনিবেশিক শিক্ষা গ্রহন করে আমরা আমাদের দেশের শিকড়ের শিক্ষাকে বলছি অর্বাচীন। এই সরকার এই শিক্ষার স্বীকৃতি দিয়েছে তাই কত সমালোচনা।
কোন সন্দেহ নেই কোন এক দল অবশ্যই অর্বাচীন।
বিষয়: বিবিধ
১২৩৪ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর বিশ্লষণ, জাযাকাল্লাহ খাইর
ভবিষ্যৎ আল্লাহর হাতে। আল্লাহই উত্তম হেফাজত কারী।
মন্তব্য করতে লগইন করুন