তোমরা যারা মালাউন...
লিখেছেন লিখেছেন চিলেকোঠার সেপাই ০৭ নভেম্বর, ২০১৬, ১২:৪০:১৬ দুপুর
বঙ্গদেশ একটা হ্যাভি উদ্ভট জায়গা। কিছুদিন আগে সেলিম ওসমান এক শিক্ষককে আইনের হাতে তুলে না দিয়ে নিজেই বিচারক সেজে কান ধরে দাঁড় করিয়েছিলো। সেটা দেখে সমানে সবাই কান ধরে রাস্তার পাশে দাঁড়ায়া সেলফি তোলা শুরু করলো। এই কানধরা সেলফিতে ভরে গেল ফেইসবুক। এই অদ্ভুত কাজে কারো কিছু আসে যায়?? আমাদের দেশের নেতাদের গাত্র চামড়া এত নরম না যে কিছু কেউ কান ধরে দাঁড়িয়ে সেলফি তুললে তাদের কিছু আসবে যাবে। কারো কিচ্ছু হল না। লাভ যা হওয়ার হল জুকারবার্গ ভাইয়ের।
আবার শুরু হয়েছে নতুন সার্কাস। বিস্তারিত ঘটনা জানি না, শুধু এটুকু শুনলাম কিছু মানুষ অভিযোগ করেছে এক মন্ত্রী বাহাদুর নাকি হিন্দুদের মালাউন বলেছে, সে মন্ত্রী অবশ্য এই অভিযোগ অস্বীকার করে বলেছে প্রমান করতে পারলে সে পদত্যাগ করবে!! [সুত্রঃ আজকের প্রথম আলো]। মালাউন আরবি শব্দ যার অর্থ অভিশাপ্ত। এটা অভিযোগ পর্যায়ে আছে, প্রমানিত না। তবে যদি হয়ে থাকে তাহলে অবশ্যই নিন্দনীয়। একজন মন্ত্রী অবশ্যই কাউকে এভাবে বলতে পারেন না। কিন্তু এজন্য নিজেকে অভিশাপ্ত বলে প্লা-কার্ড নিয়ে দাঁড়ায়ি ছবি তুলতে হবে কেন?? হোয়াই ম্যান?!
তবে এই মুক্তমনাদের উদ্দেশ্য নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে, কারন এরাই কিছুদিন আগে যখন লতিফ সিদ্দিকি হজ্ব নিয়ে আজে বাজে কথা বলেছিলো, তারা মত প্রকাশের স্বাধীনতা বলে লতিফ সিদ্দিকিকে সমর্থন দিয়েছিলো।
######
"যে ব্যক্তি কোনো অমুসলিম নাগরিককে হত্যা করবে, সে জান্নাতের সুগন্ধিও পাবে না; অথচ জান্নাতের সুগন্ধি চল্লিশ বছরের দূরত্বে অবস্থান করেও অনুভব করা যাবে।"
- বুখারী, (৬/২৫৩৩)
"জেনে রাখো, যে ব্যক্তি কোনো অমুসলিম নাগরিক বা সংখ্যালঘুকে আঘাত করে বা তাকে অপদস্থ করে, অথবা কর্মচারী নিয়োগ করে তার সাধ্যের বাইরে কাজ চাপিয়ে দেয়, আমি মুহাম্মদ (সাঃ) তার বিরুদ্ধে কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে মামলা দায়ের করব।"
- আবু দাউদ (২/৪৩৩)
"সাবধান! যারা অমুসলিমদের উপর নির্যাতন করবে, তাদের উপর বোঝা চাপিয়ে দেবে অথবা তাদের ইচ্ছার বিরুদ্ধে তাদের সম্পদ নিয়ে নেবে, তারা আমার দলের নয়। আমি মুহাম্মদ (সাঃ) তাদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সুপারিশ করবো!"
- আবু দাউদ
বিষয়: বিবিধ
১০১৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন