একদল হিন্দুর মতিভ্রমঃ ঘুমন্ত আগ্নেয়গিরির মুখে প্রিয় দেশ

লিখেছেন লিখেছেন চিলেকোঠার সেপাই ১৭ সেপ্টেম্বর, ২০১৬, ১১:২১:২০ সকাল

সব সমাজেই বেশীরভাগ সাধারন মানুষই অনুসরণ করে, প্রভাবিত হয়, নিজের চিন্তা করার ক্ষমতা খুব বেশি থাকে না। সমাজ কেমন হবে তা নির্ভর করে আল্প কিছু মানুষের উপর, যেমন রাজনৈতিক নেতা, সরকারি কর্তা, ধর্মীয় নেতা, শিক্ষক, সাংবাদিক এদের উপর। এই দলের মধ্যে সব সময়ই কিছু লোক থাকে যারা সন্ত্রাসী, অসৎ, পরিস্থিতির ভুল ব্যাখ্যা করে সুবিধা আদায় করে। দুর্বলের উপর সবলের অত্যাচার পৃথিবীতে আদিকাল থেকে হয়ে আসছে। সাম্প্রদায়িক সমস্যাও মানুষ্য সমাজের একটি প্রাচীন সমস্যা। অন্যান্য মুসলিম দেশের মত আমাদের দেশেও সাম্প্রদায়িক সমস্যা বেশ কম, তবে আছে। ক্ষমতাসীনরা সংখ্যালঘুদের উপর অত্যাচার বা সম্পদ দখলের চেষ্টা করে। ভারতে মুসলিমদের উপর অত্যাচার হলে তারা এখানে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে । এখন দেশে নতুন সমস্যা তৈরি হয়েছে, ঈদের দিন চট্রগামে স্থানীয় হিন্দুরা মুসলমানদের হুমকি দিয়েছে। হুমকি দিয়ে তারা বলেছে- “এ এলাকায় গরু জবাই হলে গর্দান ফেলে দেয়া হবে” [সুত্রঃhttps://goo.gl/852Fe1 ] এর কয়েকদিন আগে সিলেটে ইসকনরা জুম্মার নামাজের সময় গান বাজিয়ে একটা দাঙ্গা অবস্থা তৈরি করে [সুত্রঃhttp://goo.gl/9k2s9e ] তার আগে গাজীপুরে ‘আল্লাহ আকবার’ বলে মন্দিরে হামলা চালানোর সময় হিন্দু যুবক আটক হয় [সুত্রঃ http://rtnbd.com/bangla/crime/6221]। আমি বিশ্বাস করি মেইন স্ট্রিম হিন্দুরা এমন না। তাদের মধ্যে কিছু লোক এগুলা করছে। আমার মাথায় সত্যি ঢুকছে না, কেন তাদের এই উদ্ভট আচরণ? তারা কি চায়? তবে এর পরিণতির কথা ভাবলে সত্যি ভয় লাগে। আমাদের দেশের মানুষ খুবই আবেগী। তার উপর পাশের দেশ ভারতে নিরীহ মুসলিমদের উপর অত্যাচারের ভয়াবহ স্ট্রিম রোলার চালাচ্ছে সন্ত্রাসবাদী আর এস এস। সবগুলাকে এক করলে যা বের হয় তা ভয়াবহ। পানি ঘোলা করার জন্য উৎকৃষ্ট পরিবেশ। এমনিতেই সরকার জঙ্গি ইস্যু নিয়ে ঝামেলায় আছে। তার উপর একদল হিন্দুদের এই আচরণ আমাদের দেশকে একটা ঘুমন্ত আগ্নেয়গিরির মুখে নিয়ে যাচ্ছে......

আল্লাহ আমাদের রক্ষা করুন......

বিষয়: বিবিধ

১০০৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377630
১৭ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ১২:১৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ। আসলে হিন্দু মধ্যবিত্ত শিক্ষিত শ্রেনির মধ্যে নব্য হিন্দুত্ববাদ খুব বেশি প্রচলিত হয়ে গেছে। এই জন্য তথাকথিত নামধারি মুসলিম রাজনিতিবিদরাও কম দায়ি নন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File