ভুলের আগুনে পুড়ে ছাই হল আরও ২৫ জন, দরকার শরিয়া আইন ...
লিখেছেন লিখেছেন চিলেকোঠার সেপাই ১০ সেপ্টেম্বর, ২০১৬, ১০:৫১:৫৮ রাত
প্রতিবছর শত শত মানুষ মারা যায় ভুলের আগুনে পুড়ে অথবা বিল্ডিং চাপা পরে। আমাদের দেশের আইন আবার অসাধারণ দয়ালু। আপনি ভুল করে কাউকে মেরে ফেললে আপনার কোন শাস্তি হবে না। মানুষ মাত্রই ভুল, Man is mortal... ভুল হয়, ফ্যাক্টরিতে আগুন লাগে, রানা প্লাজা ভেঙে পরে, লঞ্চ ঢোবে। মরে যাওয়া মানুষগুলো রাষ্ট্রযন্ত্রের কাছে সংখ্যা ছাড়া কিছু না। এর আগে জোট সরকারের সময় মৃত ব্যক্তিদের পরিবারকে একটা করে ছাগল দেওয়া হতো। বর্তমান মহাজোট সরকার শুনলাম ২০,০০০ টাকা দেবে [এই টাকা দিয়ে একটি ভাল ছাগলের সাথে দুই জোড়া মুরগিও কেনা যাবে].... ইসলাম এই ভুলের ব্যাপারে একটা বিধান দিয়েছে। মধ্যযুগীয় ধর্ম তো, তাই আইন সুবিধার না। বিধানটির নাম “দিয়া” বা রক্তমূল্য। আল্লাহ পবিত্র কুরআনের চার নম্বর সূরা, সূরা নিসার ৯২ নম্বর আয়াতে বলেন,
“কোন মুসলিমের কাজ নয় অন্য মুসলিমকে হত্যা করা, তবে ভুলবশত হতে পারে। আর যে ব্যক্তি ভুলবশত কোন মুসলিমকে হত্যা করে তার কাফ্ফারা হিসেবে একজন মুমিনকে গোলামী থেকে মুক্ত করে দিতে হবে এবং নিহত ব্যক্তির ওয়ারিসদেরকে রক্ত মূল্য দিতে হবে। তবে যদি তারা রক্ত মূল্য মাফ করে দেয়, তাহলে স্বতন্ত্র কথা। আর যদি সে (নিহত ব্যক্তি) এমন কোন অমুসলিম জাতির অন্তর্ভুক্ত হয়ে থাকে যাদের সাথে তোমাদের চুক্তি রয়েছে, তাহলে তার ওয়ারিসদেরকে রক্ত মূল্য দিতে হবে এবং একজন মুমিন গোলামকে মুক্ত করে দিতে হবে। আর যে ব্যক্তি কোন গোলাম পাবে না, তাকে পরপর দু’মাস রোযা রাখতে হবে। এটিই হচ্ছে এই গোনাহের ব্যাপারে আল্লাহর কাছে তাওবা করার পদ্ধতি। নিশ্চয় তোমাদের প্রভু আল্লাহ মহাজ্ঞানী এবং প্রজ্ঞাময়”।
এ ব্যাপারে রাসুলুল্লাহ সাঃ এর বেশকিছু সহিহ হাদিস রয়েছে যা উল্লেখ আছে ইমাম বুখারি রঃ এর সহিহ হাদিস গ্রন্থের ৯ নম্বর খণ্ডের ৮৩ নম্বর অধ্যায়ের ৩৬, ৪১, ৪২, ৪৫ এবং ৫০ নম্বর হাদিসে। এছাড়া ইমাম মালিকের মুয়াত্তায় (43 15.8b )। তা সংক্ষেপ করলে রক্ত মূল্যের পরিমাণ হবে ১০০ উট, ২০০ গরু বা ২০০০ ছাগল। কোন ব্যক্তি যদি রক্তমূল্য হিসেবে অন্য কিছু দিতে চায় তাহলে এই জিনিসগুলোর বিক্রয়মূল্য ধরে তার পরিমাণ নির্ণয় করতে হবে। যেমন রাসূলুল্লাহ সাঃ এর যুগে নগদ মুদ্রায় রক্তমূল্য দানকারীদের জন্য ৮ শত দীনার বা ৮ হাজার দিরহাম নির্ধারিত ছিল।
বর্তমান হিসাবে রক্তমূল্য কত হবে? বাংলাদেশে উটের দাম কেমন আমি জানি না। তবে গরুর দাম যদি ৪০,০০০ করেও ধরি তাহলে হবে ৪০,০০০*২০০= ৮০০০০০০ টাকা মাত্র। রাসুলুল্লাহ সাঃ এর সময়ের দিনারের দাম এখন কত হবে সেটা পরিস্কার না। তবে তার ২০০ বছর পরের আব্বাসিয়াতের দীনারের মূল্য বর্তমান বাজার মূল্য ৮০০ ডলায়। আমরা আনুমানিক ১০০০ ডলার ধরতে পারি। তাহলে বাংলাদেশের বর্তমান বাজার মূল্য ১০০০*৮০০*৮০= ৬৪০০০০০০ মানে ছয় কোটি ৬৪ লক্ষ টাকা। কয়েকদিন আগে কোথায় খবর পড়েছিলাম শ্রমজীবীদের কোদাল-কাস্তের লাল পতাকার দল ক্ষতিপূরণ দাবি করেছিলো ১ কোটি টাকা। ইসলাম তার থেকে কয়েক গুন বেশি দেড় হাজার বছর আগেই দিয়ে রেখেছে............
আমি বুঝি না ইসলামি দল গুলো নানান জায়গায় শরিয়া আইন চায়। এখানে কেন চায় না?
শরিয়া আইন যদি আজ কার্যকর করা হয় কাল থেকেই এই ভুল করা অবুঝ ব্যক্তিদের ভুলের পরিমান শূন্যের সবচেয়ে কাছের সংখ্যা হয়ে যাবে। এটাই ইসলামের সৌন্দর্য....
বিষয়: বিবিধ
৭৪৪ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন