ওয়াইল্ডেস্ট ড্রিম অব উনিভার্সাল ব্রাদারহুড
লিখেছেন লিখেছেন চিলেকোঠার সেপাই ০৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০৬:৫৫ রাত
৪০ এর দশকেও পশ্চিমা বিশ্বে ব্লাকরা সাদাদের পাশে বসতে পারতো না। কোন ক্যাফে তে, কালো যত আগেই অর্ডার করুক না কেন, সাদাদের আগে সার্ভ করা হবে। বাসে ব্লাকরা সাদার পাশে বসতে পারবে না। মানে ধরুন ২ জন বা ৪ জনের সিটে বসে আছে একজন ব্লাক, একজন সাদা বসলো সেখানে তখন ব্লাককে উঠে দাঁড়াতে হবে। অথবা সিটে বসে আছে দুইজন ব্লাক, সামনের স্টপেজ থেকে একজন সাদা উঠলো, তখন দুইজন ব্লাককেই উঠে দাঁড়াতে হবে।
এর বিরুদ্ধেই মারটিন লুথার কিং এর নেতৃত্বে আন্দোলন শুরু হয়। অনেক সংগ্রাম করে তারা সাদাদের পাশে বসার অনুমতি পায়।
ছবিটি এবারের হজ্বের, তবে ঘটনাটা ১৪০০ বছরের পুরানো। হাঁটতে কষ্ট হচ্ছিলো দেখে অচেনা এক ব্লাক ভাইকে কাঁধে তুলে নেন একজন সাদা।
এই সেকুলার লিবারেলিস্টরা তাদের ইউনিভার্সাল ব্রাদারহুডের ওয়াইল্ডেস্ট ড্রিমেও এটা ভাবতে পারবে না।
বিষয়: বিবিধ
১০৮২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দিয়েছেন, তারা মুসলিম।
আর যে সাদা লোকটি কালো লোকটিকে পিঠে নিয়েছে সে নিশ্চয়ই আরব দেশের কেউ । এদের তো ইংরেজ / বৃটিশদের মত সাদা কালো সমস্যা নেই ।
আমার ধারনা - সাদা ইংরেজদের মধ্যে যারা ইসলাম গ্রহন করে তাদের মনে আগে থেকেই সাদা কালো দ্বন্দ্ব থাকে না ।
মন্তব্য করতে লগইন করুন