কুরবানি এবং অ্যানিম্যাল রাইটস

লিখেছেন লিখেছেন চিলেকোঠার সেপাই ০৭ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:৪৬:০৩ রাত



মুসলিমদের দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল আযহা বা কুরবানির ঈদ। ইদানিং এই কুরবানি নিয়ে এখন কিছু প্রশ্ন উঠছে। সেগুলো কতটা যোক্তিক বা কতটা অযোক্তিক ?! যেমন

 আমরা শুধু মাত্র খাবার জন্য এভাবে লক্ষ লক্ষ পশুকে নির্মম ভাবে হত্যা করবো?!

 প্রতিটা প্রানিরই অনুভূতি আছে। আমরা এক প্রাণীর সামনে অন্য একটি প্রাণীকে হত্যা করছি, তারা কেমন অনুভব করে?

 আমরা শিশুদের সামনে প্রাণীদের জবেহ করছি। সেটা কতটা উচিত?

 আমরা কুরবানির সময় খোলা জায়গা কুরবানি করছি, রক্ত বা পাকস্থলী পরিস্কারের জন্য যথেষ্ট ব্যবস্থা করছি না। এতে দূষিত হচ্ছে পরিবেশ। এই ব্যাপারটি কিভাবে দেখেন?!

কুরবানি এবং অ্যানিম্যাল রাইটস। আপনাদের এর পক্ষে বিপক্ষে মত কি?

বিষয়: বিবিধ

১০৮৫ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377320
০৭ সেপ্টেম্বর ২০১৬ রাত ১০:২১
হতভাগা লিখেছেন : কুরবানি করা হয় আল্লাহর নির্দেশে আল্লাহরই সন্তুষ্টির জন্য । কি ধরণের পশু কুরবানি করতে হবে এটা আল্লাহ আমাদের হিন্টস দিয়ে দিয়েছেন ।

আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটা হারাম বলে গণ্য করা আল্লাহর হুকুমের বরখেলাফ।

পশুদের / প্রানীদের অধিকার নিয়ে চিন্তা করার চেয়ে উনাদের বরং মানবাধিকার নিয়ে মাথা ঘামানো উচিত । বিনা অপরাধে নিরষ্ত্র মানুষদের উপর মিসাইল বা রকেট মারা নিয়ে উনারা মাথা ঘামাতে পারেন ।

এতে দুনিয়ারই মঙ্গল হবে
377324
০৭ সেপ্টেম্বর ২০১৬ রাত ১১:৫৯
গাজী সালাউদ্দিন লিখেছেন : যে আল্লাহ্ পশু সৃষ্টি করেছেন, তিনিই তা জবাই করতে বলেছেন, সুতরাং আমার এই ক্ষেত্রে পশুর জন্য দরদ উথলে ওঠার কোনো মানে নেই।
০৮ সেপ্টেম্বর ২০১৬ রাত ০২:১৫
312752
চিলেকোঠার সেপাই লিখেছেন : একটু ভাবতে শিখুন Happy
০৮ সেপ্টেম্বর ২০১৬ রাত ০২:১৬
312753
চিলেকোঠার সেপাই লিখেছেন : একটু ভাবতে শিখুন Happy
দেয়ার ইজ নো ফেইথ উইদাউট আ ক্রিটিকাল মাইন্ড
377326
০৮ সেপ্টেম্বর ২০১৬ রাত ১২:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মানুষ প্রতি মুহুর্তে কয়েককোটি জিবানু কে হত্যা করে। এটাই আমার অনুভুতি!!
০৮ সেপ্টেম্বর ২০১৬ রাত ০২:১৪
312751
চিলেকোঠার সেপাই লিখেছেন : মারাত্নক যুক্তি Happy
377349
০৮ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০২:২০
বাকপ্রবাস লিখেছেন : ভেজালটা লাগাইছে সৃষ্টিকর্তা, একজন বেঁচে থাকে অন্যকে মারার উপর

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File