জ্ঞানি, দেশপ্রমিক, ছাগু এবং ক্রিকেট

লিখেছেন লিখেছেন চিলেকোঠার সেপাই ২৭ ফেব্রুয়ারি, ২০১৬, ০৭:৫১:৪১ সন্ধ্যা



বাংলাদেশে ক্রিকেট খেলা দেখতে বসলে আপনি তিন দল জ্ঞানি/দেশপ্রেমিক/ছাগু এর দেখা পাবেন।

প্রথম দল দেশপ্রেমিক- এদের আওয়াজ সবচেয়ে বেশি। এদের কথা, আপনি পাকিস্তানকে সমর্থন করেন!!?? ৭১ সালে পাকিস্তান আমাদের সাথে কি করেছে মনে নাই?? লক্ষ লক্ষ মানুষকে এভাবে কসাইয়ের মত মারলো! কিভাবে পারো ম্যান?? ৪৫ বছর হয়ে গেল ওরা ক্ষমা চায় নি।তাদের সমর্থন!! এরপরও??!!!

তোমার মধ্যে কি একটুও দেশপ্রেম নাই??!!

দ্বিতিয় দল জ্ঞানি- এদের কথার তেজ সবচেয়ে বেশি। এদের কথা, ভারত কে সাপোর্ট করো??!! ফেলানিকে ভুলে গেলে!! ফারাক্কায় দেশটা যে মরুভূমি হয়ে যাচ্ছে!! টিপাই মুখ বাঁধ!! দেখো না সিমান্তে কিভাবে পাখির মত আমাদের মারছে ওরা!!?? এজন্য ওরা ক্ষমা তো চাই-না উল্টা বলে আমাদের নাকি দোষ!! তাদের সমর্থন!!এরপরও??!!!

তোমার মধ্যে কি একটুও দেশপ্রেম নাই??!!

তৃতিয় দল ছাগু- এদের কথায় যুক্তির বোঝা সবচেয়ে বেশি! এদের কথা, ইংল্যান্ডকে সাপোর্ট করো??!! আমাদের ২০০ বছর এভাবে নির্যাতন করলো। আমাদের সব সম্পদে ভরা দেশ লুটপাট করে নিঃস্ব বানিয়ে গেল। দুই-দুইটা দুর্ভিক্ষে চাপিয়ে দিয়ে কয়েক কোটি লোক হত্যা করলো!! তাদের সমর্থন!! এরপরও??!!!

তোমার মধ্যে কি একটুও দেশপ্রেম নাই??!!

বিষয়: বিবিধ

১০৮২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360618
২৭ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:১০
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : যা বলেছেন ভালই বলেছেন। এই অশিক্ষিত জাতিতে যা বোঝানো হয় তাই বুঝে।
২৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১২:০৯
298867
চিলেকোঠার সেপাই লিখেছেন : :Thinking
360623
২৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১২:০০
দ্য স্লেভ লিখেছেন : সবগুলোকেই মাইর দেওয়া উটিৎ কাম কাজ নাই ৯ ঘন্টা টিভির সামনে এক খেলা দেখতে....!!
২৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১২:১০
298868
চিলেকোঠার সেপাই লিখেছেন : Happy :D/
360642
২৮ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১০:৩০
হতভাগা লিখেছেন : খেলাধুলায় পলিটিক্স না আনতে চাইলেও পলিটিশিয়ানরা খেলাকে পলিউটেড করে ।

না হলে ভারত - পাকিস্তানের মধ্যে খেলাগুলো এরকম হাউ কাউয়ের মধ্যে পড়তো না , দক্ষিণ আফ্রিকাকে ২২ বছর নির্বাসনে থাকতে হত না আর কেনিয়াও ২০০৩ এ সেমিফাইনালে যেতে পারতো না ।

বাংলাদেশের অধিকাংশ মানুষের মধ্যে ধর্মের প্রভাবটাই বেশী । এদেশের মানুষ ম্যাক্সিমাম মুসলমান বলেই ভারত-পাকিস্তানের খেলায় পাকিস্তানকে সাপোর্ট করবে । আর হিন্দুরা ভারতকে করবে । কারণ দ্বি-জাতী তত্ত্বের উপর ভিত্তি করে দেশ বিভাগ হয়েছিল ।

বাংলাদেশের জনসংখ্যার মধ্যে ৪৫ বছর বয়স বা তার নিচের বয়সের লোকই > ৮০% । এরা পাকিস্তানের বর্বরতা যতটা না দেখেছে তা চেয়ে বেশী দেখেছে ভারতের হিংস্রতা । স্বাধীনতায় সাহায্য করা দেশ কিভাবে নতুন প্রজন্মের কাছে অপ্রিয় হয়ে ওঠে সেটা বোঝবার মত চোখ আমাদের তথাকথিত জ্ঞানী মহা জ্ঞানীদের নেই ।

তাই ভারত যদি জিতেও স্টেডিয়ামের খুব ছোট একটা অংশ তাতে উচ্ছাস করে যেটা দেখে ভারতের জয়ে উৎফুল্ল সুশীলদের উৎসবে ছাঁই পড়ে যায় ।

পাকিস্তান আমাদের শত্রু তাদের নেতাদের মাধ্যমে , তাদের মানুষের মাধ্যমে নয় । বাংলাদেশ থেকে পাকিস্তান অনেক দূরে এবং মাঝে ভারতের মত বিশাল রাষ্ট্র আছে । তাই পাকিস্তানের পক্ষে কোন ভাবেই বাংলাদেশের সাথে কাব যাব করা আর সম্ভব নয় । যেটা ভারত হরহামেশা কারে আসছে ।

ভারতের সমস্যা হল ভারতের পলিটিশিয়ানরা তো বটেই ভারতের জনগনও বাংলাদেশের প্রতি হিংসাত্মক ও তাচ্ছিল্যমূলক মনোভাব প্রকাশ করে সুযোগ পেলেই ।

মূলত এটাই বাংলাদেশের তরুন প্রজন্মকে ভারতবিদ্বেষী হতে উৎসাহিত করে ।

360651
২৮ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১১:১৫
সামছুল লিখেছেন : ভালো লাগল! অনেক ধন্যবাদ!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File