পাকিস্তানের সাথে সম্পর্ক ছেদের ক্যামেস্ট্রি
লিখেছেন লিখেছেন চিলেকোঠার সেপাই ২৯ ডিসেম্বর, ২০১৫, ০৮:১৯:২৪ রাত
প্রথম বিশ্বযুদ্ধে দের থেকে দুই কোটি মানুষ মারা যায়। এর মধ্যে বেশির ভাগই ছিল ইউরোপিয়ান। দ্বিতিয় বিশ্বযুদ্ধে এই মৃত্যুর পরিমাণ গিয়ে দাঁড়ায় প্রায় সাড়ে ৮ কোটিতে। ৮৫ মিলিয়ন মানুষ মৃত্যুবরণ করে । বলা বাহুল্য এখানেও বেশির ভাগ ছিল ইউরোপিয়ান। সবগুলো ইউরোপিয়ান দেশ এই দুইটি বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে। একদেশ অন্যদেশকে কচু কাঁটা করে। দুই মহাযুদ্ধে মিলিয়ে ইউরোপের প্রায় ১০ কোটি মানুষ মারা যায়। অস্ট্রিয়া, হাঙ্গেরি, ইটালি, বেলজিয়াম, সার্বিয়া, জার্মানির অনেক শহর পুরুষ শূন্য হয়ে যায়। আহতের পরিমাণ ছিল ৩০ কোটিরও বেশি। অর্থনিতি ধ্বংস হয়ে যায়।
এত্তকিছুর পরেও তারা এগুলা নিয়ে বসে থাকেনি। এখন ইউরোপের সেই দেশগুলোর সম্পর্ক সবচেয়ে মজবুত। ইউরোপিয় ইউনিয়ান অনেকটা একটি দেশ হয়ে গেছে। প্রায় সব দেশে মুদ্রা এক, এক আর্মি(ন্যাটো), এক দেশ থেকে অন্য দেশে যেতে ভিসাও লাগে না।
দ্বিতিয় বিশ্বযুদ্ধে অ্যামেরিকা জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপ করে। প্রায় ১০-১৫ লক্ষ মানুষ ২ দিনেই মেরে ফেলে। ২ টা শহর একবারে মাটির সাথে মিশিয়ে দেয়। এই পারমাণবিক বোমার প্রতিক্রিয়া এখনও আছে, এখনও বিকালঙ্গ শিশু জন্ম নেয় জাপানে!! কিন্তু এরপরও জাপান এটা নিয়ে অ্যামেরিকার সাথে সম্পর্ক ছেদের নিতি গ্রহণ করেনি । এখন জাপান আর অ্যামেরিকা পৃথিবির সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্কের দুই দেশের মধ্যে একটি।
৭১ সালে পাকিস্তানের সেনা বাহিনি আমাদের দেশে ইতিহাসের অন্যতম জঘন্য আক্রমন করে। কয়েক লক্ষ মানুষ নিহত হয়। এছাড়া ৫২ সালের ভাষা আন্দোলন।
গুরুত্বপূর্ণ ব্যাপার যেটি, হামলা করেছে পাকিস্তানের সেনা বাহিনি, পাকিস্তানের সাধারন মানুষ না।
৫২ এর ভাষা আন্দোলন নিয়ে পাকিস্তানের সাধারন মানুষের অব্যস্থান কি? এটা যারা গুলি করে এবং যারা গুলি করার নির্দেশ দেয় তারা কারা ছিল? এ ব্যাপারটি আমরা আমাদের স্বাধিনতা আন্দোলনের প্রধান পুরুষের কাছ থেকেই বোঝার চেষ্টা করি...
১৯৫২ সালের এপ্রিলে বঙ্গবন্ধু পাকিস্তান সফরে যান। সেখানে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রি খাজা নাজিমউদ্দিনের সাথে দেখা করেন। তার বক্তব্য হুবহু তুলে দিলাম,
“.........আমার জন্য ২০ মিনিট সময় নির্ধারণ করেছিলেন প্রধানমন্ত্রি। আমাকে খাজা সাহেব নিজে এগিয়ে নিয়ে বসালেন। যথেষ্ট ভদ্রতা দেখালেন, আমার শরির কেমন? কেমন আছি, কতদিন থাকবো- এইসব জিজ্ঞাসা করলেন। আমি তাকে অনুরোধ করলাম, মওলানা ভাসানী, শামসুল হক, আবুল হাশিমসহ সমস্ত কর্মি মুক্তি দিতে। আরও বললাম জুডিশিয়াল ইনকোয়ারি করাতে, কেন গুলিকরে ছাত্রদের হত্যা করা হয়েছিলো? তিনি বললেন, “এটা প্রদেশিক সরকারের হাতে, আমি কি করতে পারি?” আমি বললাম আপনি মুসলিম লিগ সরকারের প্রধানমন্ত্রি, আর পূর্ব বাংলায়ও মুসলিম লিগ সরকার, আপনি নিশ্চয় তাদের বলতে পারেন। আপনি তো চান না দেশে বিশৃঙ্খলা হোক, আর আমরাও তা চাই না। আমি করাচি পর্যন্ত এসেছি আপনার সাথে দেখা করতে, এজন্য যে প্রাদেশিক সরকারের কাছে দাবি করে কিছু হবে না। তারা যে অন্যায় করেছে সে অন্যায় ঢাকবার জন্য আরও অন্যায় করে চলেছে। বিশ মিনিটের জায়গা তিনি আমাকে এক ঘণ্টা সময় দিলেন। তিনি আমাকে বললেন, প্রদেশের কোন কাজে তিনি হস্তক্ষেপ করেন না, তবে তিনি চেষ্টা করে দেখবেন কি করতে পারেন। আমি তাকে আদাব করে বিদায় নিলাম। তিনি যে ধৈর্য ধরে কথা শুনেছেন এজন্য তার কাছে আমি কৃতজ্ঞ”। (২১৩-১২৪ পৃষ্ঠা)
এ থেকে স্পষ্ট ৫২ এর হত্যাকাণ্ডের ঘটনায় পাকিস্তানের কেন্দ্রিয় সরকারের দায় নেই বললেই চলে। দায় সিংহভাগ পূর্ব বাংলায় প্রদেশিক সরকারের মুখ্য মন্ত্রি জনাব নুরুল আমিন সাহেব এবং তার সরকারের।
“তারা (পাকিস্তানের জনগণ ও শিক্ষিত সমাজ) বাংলার জনসাধারণকে জানেন না, আর তাদের সমন্ধে ধারনাও নাই। সরকার সমর্থক কাগজগুলি এমনভাবে প্রচার করে চলেছে যে সত্য চাপা পড়ে আছে। পূর্ব বাংলায় সঠিক অবস্থা, পশ্চিম পাকিস্তানে কোনদিন বলা হয় নাই। স্বয়াওশাসনের দাবি সম্মন্ধেও প্রশ্ন করা হয়েছিল, আমি তাদের পাকিস্তানের ভৌগলিক অবস্থা চিন্তা করতে অনুরোধ করেছিলাম। প্রায় ২ ঘণ্টা কনফারেন্স চলেছিল। আমার মনে হল আমি, তারা কিছুটা বুঝতে পেরেছিলেন। পাকিস্তান টাইমস এবং ইমরোজ খুব ভালভাবে ছাপিয়েছিলো আমার প্রেসে কন্সফারেন্সের জবাবগুলি”। (২১৪ পৃষ্ঠা)
অন্যএকটি প্রেসে কন্সফারেন্সে, “আমরা যে উর্দু ও বাংলা দু’টাই রাষ্ট্রভাষা চাই, এ ধারনা তাদের ছিল না। তাদের বলা হয়েছে শুধু বাংলাকেই রাষ্ট্রভাষা করার দাবি করছি আমরা”। (২১৭ পৃষ্ঠা)
অর্থাৎ পাকিস্তানের সাধারন মানুষ ভাষা আন্দোলন সম্পর্কে বিস্তারিত জানতো-ই না। সরকারি মিডিয়া-ই ছিল তাদের জানার একমাত্র মাধ্যম। আর বলা বাহুল্য সরকারি মিডিয়া মিথ্যা খবর প্রচার করতো। বঙ্গবন্ধুর একটি প্রেস কনফারেন্সেই জনমত ঘুরতে শুরু করে। সাধারন মানুষের মত আমাদের পক্ষে আসে। এবং বঙ্গবন্ধু পাকিস্তানের লাহোর, রাওয়ালপিণ্ডি, করাচি, মুলতান সহ বিভিন্ন জায়গার সভা করেন, তাকে সবাই ইতিবাচক ভাবে গ্রহণ করে।
এবার আমাদের সবচেয়ে স্পর্শকাতর ৭১। ৭১ নিয়ে পাকিস্তানের সাধারন মানুষ কি ভাবে?
উওর- তারা আসলে কিছু জানে না। তারা জানে এমন গণহত্যা হয়-ই নি। ভারত ষড়যন্ত্র করে পাকিস্তান ভাগ করেছে। ইত্যাদি ইত্যাদি। যারা জানে তারা লজ্জিত। দেখলাম অনলাইনে তরুনদের একটি গ্রুপ একটি ফোরামও খুলেছে “We Pakistanis apoligies to Bangladeshis” নামে। [বিডি নিউজ ২৪ এ নিয়ে একটি রিপোর্টও করে এটা নিয়ে]। আমার একজন পাকিস্তানি ফেইসবুক বন্ধু আছে, তিনি অনেক বয়েসি। উনাকে ৭১ নিয়ে প্রশ্ন করলে জবাব দিয়েছিল, “Lessons must be learnt from history which should not be mutilated. I was a witness to the Bengali patriotism in 1965” এছাড়া আমরা জানি বেশ কয়েকজন পাকিস্তানির কথা যারা আমাদের পক্ষে যুদ্ধ করেছে, তার মধ্যে একজন বির প্রতিক উপাধিও পেয়েছে। স্বাধিনতা পদকও পেয়েছেন কয়েকজন।
আমার সব কথার শেষ কথা হল ৭১ এর দায় পাকিস্তানের আর্মির।
এজন্য এভাবে পুরা দেশের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোটা মোটেও ভাল কিছু বয়ে আনবে না। বর্তমান সরকারের কেউ নিজেকে বঙ্গবন্ধুর চেয়ে বড় দেশপ্রেমিক দাবি করতে পারবে না। বঙ্গবঙ্গু জুলফিকার আলি ভূট্টো সরকারের সাথে কেমন সম্পর্ক রেখেছিলেন তা একবার ইউটিউবে সার্চ দিলেই পাওয়া যাবে। পাকিস্তানে গিয়ে সংবর্ধনা পাওয়া, ভূট্টো দেশে আসলে তাকে সংবর্ধনা দেওয়া। একসাথে কাজ করার কথা।....
তাই বিজয়ের মাসে আমাদের ঘৃণা ছড়ানো কতটা যোক্তিক, প্রশ্নবিদ্ধ। ব্যক্তিগতভাবে আমার পাকিস্তানের কবি মির্জা গালিব-আল্লামা ইকবাল-মির তকি এর কবিতা, পাকিস্তানের গান, পাকিস্তনের ক্রিকেট, পাকিস্তানের অসাধারণ সুন্দর জায়গাগুলা, পাকিস্তানের সত্যপন্থি তরুণ প্রজন্ম, পাকিস্তানের সাধারন মানুষ, পাকিস্তানের ইয়াসির কাদি, পাকিস্তানের নোমান আলি খান। এরা কেউ আমার শত্রু না। এরা আমার ভাই। আত্নার আত্নিয়।
আমার শত্রু শধুমাত্র ৭১ এর কাপুরুষ বরাহ সেনা অফিসার আর আমলা আর তাদের দালালরা।
রেফারেন্সঃ
অসমাপ্ত আত্নজীবনী- শেখ মুজিবুর রহমান
http://www.banglanews24.com/fullnews/bn/447269.html
https://www.change.org/p/all-pakistanis-we-pakistanis-apologise-to-bangladeshis?recruiter=7324897&utm_source=share_petition&utm_medium=twitter&utm_campaign=share_twitter_responsive
https://www.youtube.com/watch?v=HOgM_Si7xxM
https://www.youtube.com/watch?v=Na-KtJrmK8c
বিষয়: বিবিধ
১১৩০ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন