তোমরা যারা ভারত বিরোধি
লিখেছেন লিখেছেন চিলেকোঠার সেপাই ০৫ নভেম্বর, ২০১৫, ১১:৩৯:২০ রাত
অন্তজালে কিঞ্চিৎ লেখালেখি করার জন্য অনেকে আমাকে ভারত বিরোধি বলে থাকেন। দেশে কিছু প্রভাবশালি ব্যক্তি বা দল, পেজ, ফেসবুকার এবং ব্লগাররা অত্যন্ত সচেতন ভাবে ভারত বিরধি একটি মনোভব উস্কে দেওয়ার কাজ করছে। এবং অত্যান্ত সফল ভাবেই তারা করছে কাজটি। এই অব্যস্থায় লেখাটি সহভাগ করিলাম-
আমি ভারত বিরোধি নই ভারতের অরুন্ধতি রায়, কবির সুমন, ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর, কাজি নজরুল ইসলাম, ইয়াসির কাদি, জাকির নায়েকের সাথে আমার কোন বিরোধ নেই, বরং এরা আমার আত্নার আত্বিয়।
ভারতের সাধারন মানুষ যারা দাঙ্গার সময় নিজে বিপদ মাথায় নিয়ে স্বজাতিয় পিচাশদের হাত থেকে সংখ্যালঘু মুসলিম, শিখ, খ্রিষ্টানদের রক্ষা করে, যারা মুসলিমদের উপর হামলার প্রতিবাদে রাস্তায় নেমে এসেছে। যারা ৭১ এ লক্ষ লক্ষ বাংলাদেশিকে আশ্রয় দিয়েছে। প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার আয়োজন করেছে তাদের সাথে আমার কোন বিরোধ নেই। আছে পাহাড় সমান শ্রদ্ধা আর ভালবাসা।
ভারতের রবীন্দ্রনাথ, হেমন্ত, এ আর রহমান, জগজিৎ, কিশোর কুমারদের গান, ভারতের কুতুব মিনার, ফাতেহপুর সিক্রি, তাজ মহল- এগুলো আমার অত্যান্ত পছন্দের।
আমার বিরোধ শুধু উগ্র আর এস এস, শিবসেনা, সংঘ পরিবার, বিজেপি, দুর্নিতিবাজ ক্রিকেট বোর্ড, খুনি বিএসএফ, পিচাশ মোদি, নরসিমা রাও , লাল কৃষ্ণ আদভানি গং দের সাথে। আমার বিরোধ ভারতের ফারাক্কা বাঁধ আর টিপাইমুখ বাঁধের সাথে। যারা এই বাঁধ বানিয়েছে তাদের সাথে।
একটা পুরা দেশের দিকে আঙ্গুল তোলাটা হয় বোকামি না হয় শয়তানি। -_-
বিষয়: বিবিধ
১১৭৬ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
As Muslim/ Bangladeshi I only criticize their policy
আপনার এই পরিবর্তন সময়োপযোগী
মন্তব্য করতে লগইন করুন