ক্ষমতা কুক্ষিগত করার পুরানো কৌশলঃ এবারের গিনিপিগ দরিদ্র রোহিঙ্গা আর বাংলাদেশীরা

লিখেছেন লিখেছেন চিলেকোঠার সেপাই ১৯ মে, ২০১৫, ০৯:০২:৫৮ রাত

*১৯৪০ এর দশকে দ্বিতীয় মহাযুদ্ধের পর ইউরোপে সন্ত্রাস ব্যাপক মাত্রায় ছড়িয়ে পরে।

ফলাফলঃ জন্ম হল ন্যাটোর। এই ন্যাটো পড়ে এহেন অপকর্ম নেই যা করে নাই।

*১৯৮০ এর দশকে অ্যামেরিকার হটাৎ মাদকের চরম বিস্তার লাভ করে। জনগণ ক্ষেপে যায়। মাদক ব্যাবসায়ীদের ধরতে সরকারকে চাপ দেয়। সরকার পুলিশকে উচ্চ ক্ষমতা দেয় অভিযান চালাতে।

ফলাফলঃ উন্নত দেশগুলোর মধ্যে অ্যামেরিকার পুলিশ-ই সবচেয়ে বেশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটায়। ঘত বছর মারা গেছে ৫০০ জনেরও বেশি।

*২০১৫ হটাৎ সমুদ্র পথে অবৈধ অভিবাসীর পরিবহন বিষয়টি ব্যাপক আকারে চোখে আসে। একটা পৈশাচিক ম্যাসাকার চলছে সমুদ্রে। অভিবাসীদের সমুদ্রের মাঝখানে কোন রকম খাবার, পানি ছারা এবং ইঞ্জিন বিকল করে ফেলে আসা হচ্ছে।

ফলাফলঃ এদের নিয়ন্ত্রণে একটি নৌ-বাহিনী গঠনের সিদ্ধান্ত হয়েছে। রোমে থাকবে এর সদর দপ্তর।

মন্তব্যঃ একই নিয়মে সব হচ্ছে। সরকার গুলোই করছে এই কাজ। উদ্দেশ্য নিরাপত্তার নামে নতুন নতুন আইন করা। জনগণকে আরও বেশি নিয়ন্ত্রন করা। ক্ষমতা কুক্ষিগত করা।

পুনশ্চঃ যারা জানেন না তাদের জন্য। এটা পরে ফাঁস হয়ে যাওয়া দলিল এ প্রকাশ পায় সিআইএ-ই ৮০ দশকে মেক্সিকো থেকে অ্যামেরিকায় মাদক এর চোরাকারবার ছড়িয়ে দিয়েছিলো।

বিষয়: বিবিধ

৯২৭ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

321080
১৯ মে ২০১৫ রাত ০৯:১৯
হতভাগা লিখেছেন : এভাবে চোরের মত বিদেশে না গিয়ে দেশে কষ্ট করে নিজের পায়ে দাড়ানো যেত না ?
২০ মে ২০১৫ রাত ১২:০৪
262232
চিলেকোঠার সেপাই লিখেছেন : রোহিঙ্গা ?
আর এই সচেতনতা আসবে তেমন শিক্ষা কি সবার জন্য নিশ্চিত করা হয়েছে?
321202
২০ মে ২০১৫ দুপুর ০১:১৮
নন্টে ফন্টের মামু লিখেছেন : আঁই নন্টে ফন্টের মামু। আঁই আন্নের বন্ধু হবার চাই। আন্নে কি আমারে এইহানে গিয়া দেইখ্যা আইবেন?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File