শেখ মুজিবুর রহমান এর জন্মদিন

লিখেছেন লিখেছেন চিলেকোঠার সেপাই ১৭ মার্চ, ২০১৫, ০১:৪০:৩৮ রাত



আমাদের দেশের মানুষের একটি বড় সমস্যা হল, যখন কাউকে উপরে উঠাই একদম আসমানে আবার যখন নিচে নামাই তখন বালির ৩২ হাত নিচে। এর প্রকৃষ্ট উদাহারন বিদ্যাসাগর। তাকে উঁচুতে না রীতিমত সাধু/সন্ন্যাসী বানিয়ে দিয়েছি, তিনি সাঁতরে নদী পার হয়েছে এই (গাঁজাখুরি) গল্পটা প্রচার করি। শেখ মুজিবুর রহমানকে নিয়ে একই অবস্থা। অনেকে তাকে বানিয়েছে ফেরেশতা (সম্ভবত ব্যাবসায়িক উদ্দেশ্যে) আর অনেকে......।

একটা ব্যাপার আমাদের বোঝা উচিত, তিনি হযরত মুহাম্মাদ সা. না, যীশু না, বুদ্ধ না, কনফুসিয়াস না কিংবা হযরত উমরও না। আপনি তার শাসনকাল নিয়ে অনেক প্রশ্নই করতে পারেন। হয়তো যোক্তিকও। কিন্তু এটা অস্বীকার করার কোন উপায় নেই বাংলাদেশের স্বাধিকার আন্দোলন এ তার ভূমিকা। যুদ্ধের পর ভারত এবং মুসলিম বিশ্বের সাথে তার কুশলী কূটনৈতিক নীতি। এবং সম্ভবত বাংলাদেশের হাজার বছরের ইতিহাসে কোন নেতাই পুরা জাতিকে এতটা একতাবদ্ধ করতে পারেন নাই। কেউ না। এবং বর্তমানে দেশের যে অবস্থা ( ১৪ দল এবং এমনকি ২০ দল উভয়েরই দৃষ্টিতেও) তা থেকে মুক্তির জন্য শেখ মুজিবুর রহমানের মতই একজন গনমানুষের নেতা দরকার। । আজ এই নেতার জন্ম দিন। আল্লাহ তাকে শান্তিতে রাখুন। আমিন। । তানিম ভাইয়ের কবিতার একটা অংশ জুরে দিলাম।

...মুজিব তুমি আবার জন্ম নাও, দেখে যাও,

বিয়াল্লিশ বছরের করুণ ইতিহাস

সামরিক, স্বৈরাচার আর নির্বাচিত নাৎসীর ইতিহাস

গণতান্ত্রিক একনায়কের ইতিহাস।

দুর্নীতি দুর্বৃত্তের দাফন দিয়ে

বন্দুকযুদ্ধের বিপর্যয় থামাও।

লিমনদের পায়ে যদি আরেকটা গুলি চলে

তোমার ক্ষেপণাস্ত্র আঙুল উঁচাও।

মুজিব তোমার ‘অসমাপ্ত আত্মজীবনী’ পূর্ণ করো

তোমার চারপাশের চাটুকারের চত্ত্বর ছেড়ে

স্তুতিবাজ দালালের দেয়াল ভেঙে

পূজনীয় দেবতার আসন থেকে

তুমি আবার নেমে আসো গণমানুষের রেসকোর্সে।

বিষয়: বিবিধ

১২২৪ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309418
১৭ মার্চ ২০১৫ সকাল ০৫:১৮
শেখের পোলা লিখেছেন : জন্ম হোক যথা তথা কর্মহোক ভাল৷ আবার সেই ভালো যার শেষ ভাল৷ দুটিই তার মধ্যে ছিল৷৷ প্রথমটি যুতসই আর দি্বয়ীয়টি-???????????????
২০ মার্চ ২০১৫ দুপুর ০৩:৫৬
251080
চিলেকোঠার সেপাই লিখেছেন : বুঝলেম না
309422
১৭ মার্চ ২০১৫ সকাল ০৭:৪৪
হতভাগা লিখেছেন : '' দেশ স্বাধীন হইলে সবাই পায় স্বর্নের খনি , আর আমি পাইছি চুরের খনি ।

সাড়ে ৭ কোটি কম্বলের মধ্যে আমারটা কৈ ?''
309438
১৭ মার্চ ২০১৫ সকাল ১০:২০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মিথ্যা প্রতিশ্রুতি আর ভুল পরিসংখ্যান দিয়ে কিছু সময় এর জন্য উত্তেজিত করা যায়। কিন্তু শেষ পর্যন্ত মানুষের উন্নয়ন করা যায়না।
২০ মার্চ ২০১৫ দুপুর ০৩:৫৭
251081
চিলেকোঠার সেপাই লিখেছেন : মিথ্যা প্রতিশ্রুতি আর ভুল পরিসংখ্যান- এটা নিয়ে প্রশ্ন আছে
309472
১৭ মার্চ ২০১৫ দুপুর ০২:৩৫
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২০ মার্চ ২০১৫ দুপুর ০৩:৫৫
251079
চিলেকোঠার সেপাই লিখেছেন : Happy
311443
২৮ মার্চ ২০১৫ দুপুর ০২:৩১

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File