আল মাহমুদের একটি কবিতা
লিখেছেন লিখেছেন চিলেকোঠার সেপাই ১২ মার্চ, ২০১৫, ০১:৩০:৪৩ রাত
আমাদের রাজ রাজাদের পাপে তুমি যেন আমাদের ধংস করে দিয়ো না
কেন এক প্রাচীন তৌহিদিবাদী জনতার স্বাধীনতার রজ্জু
তুমি পরাকারান্ত পৌওলিক এর হাতে তুলে দিতে চাও?
আমরা কি বংশানুক্রমে তোমার দাস নই?
আমরা তোমার নামের কোন জেহাদেই অতীতে পৃষ্ঠপ্রদর্শন করিনি। ।
তোমার অনুগ্রহ থাকলে
আমাদের সিজদারত সন্ততিরাও রক্ত ও বারুদের সমাধানই
শেষ পর্যন্ত বেছে নেবে
এই পূর্ণ রজনীতে আমাদের অবিরিত স্ত্রী ও কন্যাদের সমস্ত গোনাহ
প্রভু মাফ করে দাও।
হে অনুকম্পার মহান অধিপতি,
এই মহানগরীর ভদ্র বেশি বেশ্যা,লম্পট,হিরোইনসেবী ও ছিনতাইকারীর
প্রত্তাহিক পাপের দেনাই আমারা এমনিতেই অতিষ্ঠ,
এর সাথে যোগ দিয়েছে বিশ্ববিদ্যালয়য়ের মহান পণ্ডিতেরা
শিক্ষার প্রতিটি প্রাঙ্গন কিশোর হত্যার মহাপাপে এখন রক্তাক্ত,পংকিল।
প্রকিত পাপীদের বিনাশ তরান্বিত করতে তুমি কি বাংলাদেশের প্রতিটি
বিদ্যাপীঠকেই বিরান করে ফেলবে????
প্রভু ডাকাত, ছিনতাইকারী, পণ্ডিত ও বেশ্যাদের থেকে
তুমি কি ইলমকে রক্ষা করবে না? রাব্বি-জিদনি-ইলমা
প্রভু আমাদের জ্ঞান দান কর
বিষয়: বিবিধ
১০৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন