PK , একটি মুভি রিভিউ
লিখেছেন লিখেছেন চিলেকোঠার সেপাই ১১ জানুয়ারি, ২০১৫, ১২:১৪:৫৭ দুপুর
আমি হিন্দি মুভির ভক্ত ছিলাম না কখনই। এমনকি 3 idiots মুভিও আমি রিলিজ হওয়ার ২ বছর পরে দেখেছি। কিন্তু এই PK মুভি নিয়ে এত্ত আলোচনা হচ্ছে যে আজ দেখতে বসলাম। সবাই বেশ তৃপ্তির সাথে বলছে এই মুভিতে আমির খান হিন্দুদের চরম বাঁশ দিসে। আমরা যে স্বভাবজাত হিন্দু বিদ্বেষী তা আবার প্রমানিত হল, এই মুভিতে কাউকেই ছেড়ে কথা বলে নাই আমির খান। না খ্রিস্টান, না মুসলিম, না শিখ। সব ধর্মর ব্ল্যাক সেড গুলো তুলে ধরা হয়েছে এই মুভিটাতে। এই ব্যাপারটা না বুঝে যারা শুধু হিন্দুদের চরম বাঁশ দিছে বলছে, তাদের মুভি সেন্সও নাই, কমন সেন্সও নাই।
বিষয়: বিবিধ
১৯৯৪ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপনাকে ।
এখন আসল কথায় আসি, ম্যুভিটিতে মূলত সুক্ষ্ম কৌশলে নাস্তিকতাই প্রমোট করা হয়েছে। এজন্য প্রায় সবগুলো ধর্মেরই নেগেটিভ দিক তুলে ধরার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে, কিন্তু সবচেয়ে গাজাখুরী এবং কুসংস্কারাচ্ছন্ন ধর্ম হওয়ায় ৮০% সমালোচনাই কেবল সনাতন ধর্মের বিরুদ্ধে গেছে। সবচেয়ে কম আক্রমনের স্বীকার হয়েছে ইসলাম ধর্ম। ইসলামের যেসব বিষয় নেগেটিভভাবে উপস্থাপন করা হয়েছে তাও প্রকৃতপক্ষে ইসলামী বিধান নয়, বরং এগুলো ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ (শিয়া ও মাজারপূজারীদের বৈশিষ্ট্য এগুলো)।
মন্তব্য করতে লগইন করুন