১৬/১২/১৯৭১ বাঙালী মুসলমানদের হজার বছর এর ইতিহসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এবং বাস্তবতা

লিখেছেন লিখেছেন চিলেকোঠার সেপাই ১৬ ডিসেম্বর, ২০১৪, ১২:২৭:১৯ দুপুর

আজ ১৬ ডিসেম্বর।

১৯৭১ সালের এই দিনেই বাঙালী মুসলমানদের হজার বছর এর ইতিহসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। এর মাধ্যমেই ইতিহাসে প্রথম বারের মত বাঙালী মুসলমান রাষ্ট্রীয় এবং প্রশাসনিক ক্ষমতার সর্বচ্চ স্থানে যায়। এর পূর্বে ইংরেজ শাসন তার পূর্বে মুসলিম শাসন ছিল প্রায় কয়েকশত বছর তবে শাসক কেউ বাঙালী ছিলেন না। তুর্কি অথবা আফগানি। ১৯৭১ সালের পরেই প্রথম বাঙালী মুসলমানরা রাষ্ট্রীয় এবং প্রশাসনিক ক্ষমতার সর্বচ্চ স্থানে যায়। তবে সত্যি বলতে এই বিজয়কে আমার গত দুই-তিন বছরের পাবলিক পরীক্ষাগুলোর A+ এর মত মনে হয়, A+ পেয়েছে বলে চরম আহালাদিত বলে তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ৯০ ভাগের বেশিই ফেল। আমাদের বিজয়েরও একই অবস্থা।

সীমান্ত কাঁটাতারে ঘেরা, প্রতিদিন মানুষ মরে, ফেলানিরা কাঁটাতারে ঝুলে, ফারাক্কায় উওরবংগ মরুভূমির পথে, টিপাইমুখে সিলেট এবং চট্রগ্রামের জন্য একটি এটম বোমা বসানো হয়েছে, ভারতীয় চ্যানেলে দেশ ছয়লাব, তিস্তায় পানি নেই......। প্রতিদন গুম-খুন হচ্ছে,

এতকিছুর পরও বিজয়ী বলে আমরা চরম আহালাদিত........

এই ফরমালিন A+ আর ফরমালিন বিজয় দুইটাই অর্থহীন। । ।

বিষয়: বিবিধ

১৩০৯ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

294853
১৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:২৪
লজিকাল ভাইছা লিখেছেন : ফারাক্কায় উওরবংগ মরুভূমির পথে, টিপাইমুখে সিলেট এবং চট্রগ্রামের জন্য একটি এটম বোমা বসানো হয়েছে,
এতকিছুর পরও বিজয়ী বলে আমরা চরম আহালাদিত........

এই ফরমালিন A+ আর ফরমালিন বিজয় দুইটাই অর্থহীন।

ভালো লাগলো, অনেক ধন্যবাদ। Rose Rose Rose Rose
তবে একটু আরগুমেনট, নবাব সিরাজ উদদোলা
বাঙালী শাসক ছিলেন। ধন্যবাদ ।
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ১১:১৮
238438
চিলেকোঠার সেপাই লিখেছেন : তুর্কি ভাই। আবার একটু চেক করে দেখবেন
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৩৪
238443
লজিকাল ভাইছা লিখেছেন : বুঝলাম না ভাই, সিরাজ উদ্দোলা কি তুর্কি বা আফগানি ছিল !!!!! আমি ছোট কাল থেকে শুনে আসছি বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ্দোলা । হতে পারে আমার বুঝার ভুল ! কি জানি , তবু যদি একটু ক্লিয়ার করে বলেন, তবে ধন্য হব।
১৭ ডিসেম্বর ২০১৪ রাত ১১:১১
238764
চিলেকোঠার সেপাই লিখেছেন : বাংলার শেষ নবাব তবে তিনি বাঙালী ছিলেন না।
294875
১৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৪৭
ইবনে আহমাদ লিখেছেন : স্বাধীনতার অর্থ হল - আমরা সবাই ভারতের গোলামী করবো।
আমরা পিন্ডির নিগড় থেকে দিল্লির গোলামী করার জন্য স্বাধীন হয়েছি।


294883
১৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:০৪
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
294937
১৬ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০৬
হতভাগা লিখেছেন : রেজাল্ট খুব ভাল করেও ভাল একটা পজিশনে আসতে পারছে না ভাল রেজাল্ট নিয়ে আত্মতুষ্টির কারণে। ঐ দিকে মোটামুটি রেজাল্ট করারা ভাল ভাল পোস্টে দিব্যি চাকরি করছে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File