১৬/১২/১৯৭১ বাঙালী মুসলমানদের হজার বছর এর ইতিহসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এবং বাস্তবতা
লিখেছেন লিখেছেন চিলেকোঠার সেপাই ১৬ ডিসেম্বর, ২০১৪, ১২:২৭:১৯ দুপুর
আজ ১৬ ডিসেম্বর।
১৯৭১ সালের এই দিনেই বাঙালী মুসলমানদের হজার বছর এর ইতিহসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। এর মাধ্যমেই ইতিহাসে প্রথম বারের মত বাঙালী মুসলমান রাষ্ট্রীয় এবং প্রশাসনিক ক্ষমতার সর্বচ্চ স্থানে যায়। এর পূর্বে ইংরেজ শাসন তার পূর্বে মুসলিম শাসন ছিল প্রায় কয়েকশত বছর তবে শাসক কেউ বাঙালী ছিলেন না। তুর্কি অথবা আফগানি। ১৯৭১ সালের পরেই প্রথম বাঙালী মুসলমানরা রাষ্ট্রীয় এবং প্রশাসনিক ক্ষমতার সর্বচ্চ স্থানে যায়। তবে সত্যি বলতে এই বিজয়কে আমার গত দুই-তিন বছরের পাবলিক পরীক্ষাগুলোর A+ এর মত মনে হয়, A+ পেয়েছে বলে চরম আহালাদিত বলে তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ৯০ ভাগের বেশিই ফেল। আমাদের বিজয়েরও একই অবস্থা।
সীমান্ত কাঁটাতারে ঘেরা, প্রতিদিন মানুষ মরে, ফেলানিরা কাঁটাতারে ঝুলে, ফারাক্কায় উওরবংগ মরুভূমির পথে, টিপাইমুখে সিলেট এবং চট্রগ্রামের জন্য একটি এটম বোমা বসানো হয়েছে, ভারতীয় চ্যানেলে দেশ ছয়লাব, তিস্তায় পানি নেই......। প্রতিদন গুম-খুন হচ্ছে,
এতকিছুর পরও বিজয়ী বলে আমরা চরম আহালাদিত........
এই ফরমালিন A+ আর ফরমালিন বিজয় দুইটাই অর্থহীন। । ।
বিষয়: বিবিধ
১৩০৯ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এতকিছুর পরও বিজয়ী বলে আমরা চরম আহালাদিত........
এই ফরমালিন A+ আর ফরমালিন বিজয় দুইটাই অর্থহীন।
ভালো লাগলো, অনেক ধন্যবাদ।
তবে একটু আরগুমেনট, নবাব সিরাজ উদদোলা
বাঙালী শাসক ছিলেন। ধন্যবাদ ।
আমরা পিন্ডির নিগড় থেকে দিল্লির গোলামী করার জন্য স্বাধীন হয়েছি।
মন্তব্য করতে লগইন করুন