বিদ্যুৎ এবং আমাদের সার্বভৌমত্ব

লিখেছেন লিখেছেন চিলেকোঠার সেপাই ০৩ নভেম্বর, ২০১৪, ১২:১৭:৩৭ রাত

গতকাল আমি বিদ্যুৎ নিয়ে যত ব্লগ এবং স্ট্যাটাস দেখলাম ঈদ নিয়েও এর ধার এর কাছে দেখি নাই। ট্রল পেজ গুলো অসাধারান অসাধারন কিছু পোস্ট দিল। যা পড়ে আমরা মারাত্নক বিনোদিত হয়েছি। আমার মাথায় আজ কয়েকটা ব্যাপার ঘুরছে। সেগুলো বলছি তবে তার আগে একটু গল্প করি।

জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট তখন একবার রাশিয়া সফর এ যান। সেখানে এক অস্ত্র প্রদর্শনী চলছিলো। তিনি সেখানে ঘুরতে যান। একটি ক্ষেপণাস্ত্র দেখিয়ে আয়োজক জিয়াউর রহমানকে বলেন, স্যার এই ক্ষেপণাস্ত্রটি কিনুন এটি মাএ ৩০ সেকেন্ডে ঢাকা থেকে দিল্লিতে আঘাত করতে পারবে। তখন জিয়াউর রহমান বলেন কেন ২৮ সেকেন্ডে পারবে না? আয়োজক বলেন না। তখন জিয়া বলেন দিল্লির কাছে এমন ক্ষেপণাস্ত্র আছে যা ২৯ সেকেন্ডে ঢাকায় আঘাত করতে পারবে। আমাদের হাতে সময় আছে ২৮ সেকেন্ড ৩০ না।

কি জিয়াউর রহমান এর কথা বললাম এ জন্য কোন লেবেল রেডি করে ফেলেছেন?

সমস্যা নেই গল্প শেষ হয়নি।

স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদের অসামান্য সাহায্য করেছে। ১ কোটি মানুষ আশ্রয় দিয়েছে, তাদের খাবার দিয়েছে, অস্ত্র দিয়েছে, প্রশিক্ষন দিয়েছে, কূটনৈতিক সহায়তা দিয়েছে, এমনকি শেষের দিকে সেনাবাহিনি সরাসরি যুদ্ধে অংশ নিয়েছে তাতে ১০ থেকে ১৫ হাজার ভারতীয় সেনা মারা যায়। এত কিছুর পরও যুদ্ধের পর বঙ্গবন্ধু ইংল্যান্ড থেকে দেশে ফেরার সময় ভারত যে প্লেন পাঠায় তাতে আসেননি। অন্য প্লেনে দেশে আসেন। দেশে এসেই প্রথমেই ভারতীয় বাহিনীকে দেশ থেকে বের করে দেন।

এটা কি অকৃতজ্ঞতা? না। এটাই সঠিক। কারন যুদ্ধে ভারত নিজেদের স্বার্থেই সাহায্য করেছে। সম্পর্কটা ছিল যুদ্ধ কালীন । যুদ্ধ শেষ। সম্পর্কও শেষ।

আমাদের সবচেয়ে বেশি জনপ্রিয় এই দুই নেতার এমন আচরণের কারন আমাদের সার্বভৌমত্বের প্রধান এবং একমাএ থ্রেট হল ভারত।

এবার আসি মূল কথায়। (ডাউলের মজা তলে)

গতকালের বিদ্যুৎ বিভ্রাট এর কারন ভারত থেকে আসা বিদ্যুৎ লাইনে সমস্যা হওয়া। এর অর্থ কি এই দাঁড়াচ্ছে না ক্ষেপণাস্ত্র, ট্যাংক বা বিমান হামলা দূরে থাক পুরো বাংলাদেশকে অন্ধকার করতে ভারতের থ্রি নট থ্রি এমনকি একটা শর্ট গানের গুলিরও প্রয়োজন নেই।

জাতি হিসেবে আমাদের অব্যস্থান কোথায়???

আমাদের সার্বভৌমত্বের তাহলে এখন কি অবস্থায় আছে????

বিষয়: বিবিধ

১০৮৩ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

280665
০৩ নভেম্বর ২০১৪ রাত ১২:৩৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভারতিয় বাহিনির তৎকালিন প্রধান স্যাম মানেকশ সুস্পষ্টভাবে বলেছেন যে এই যুদ্ধের উদ্দেশ্যই ছিল পাকিস্তান কে ভাঙ্গা। সৎ এই ফিল্ডমার্শাল বাস্তবতাকে কখনও অস্বিকার করেননি। অথচ আমাদের দেশিয় কিছু লোক ভারতের কৃতজ্ঞতায় একেবারে মাটিতে মাথা ঠেকিয়ে দিয়েছে!!!
০৩ নভেম্বর ২০১৪ রাত ০১:১২
224311
চিলেকোঠার সেপাই লিখেছেন : কিছু গরু ছাগল থাকবেই। এটা অস্বাভাবিক না।
280672
০৩ নভেম্বর ২০১৪ রাত ০১:২৪
চেয়ারম্যান লিখেছেন : আমার লাস্ট পোস্ট দেখতে পারেন , প্রায় একই কথাই বলেছি
280694
০৩ নভেম্বর ২০১৪ রাত ০৪:০৭
কাহাফ লিখেছেন :
মুখে মুখে যতই চিল্লাই না কেন- বাংলাদেশ ভারতের করদ রাজ্যে পরিণত হতে বেশী দেরী নেই!
"মানষিক ভাবে গোলাম হলেই ভৌগলিক ভাবে মানুষ গোলাম হয়।"
০৩ নভেম্বর ২০১৪ সকাল ১০:০৫
224353
চিলেকোঠার সেপাই লিখেছেন : কথা সত্য.।.।।
280725
০৩ নভেম্বর ২০১৪ সকাল ০৮:০৯
মামুন লিখেছেন : লিখাটি পড়লাম। ভালো লেগেছে। ভালো লাগা রেখে গেলাম। ধন্যবাদ। Thumbs Up
০৩ নভেম্বর ২০১৪ সকাল ১০:০৪
224352
চিলেকোঠার সেপাই লিখেছেন : শুকরিয়া ভাই।
280735
০৩ নভেম্বর ২০১৪ সকাল ০৯:০৯
রাইয়ান লিখেছেন : সুন্দর লিখেছেন .... সহমত... Thumbs Up Thumbs Up
০৩ নভেম্বর ২০১৪ সকাল ১০:০২
224351
চিলেকোঠার সেপাই লিখেছেন : ধন্যবাদ।
281219
০৪ নভেম্বর ২০১৪ রাত ০৮:৩৭
হতভাগা লিখেছেন : বিশ্বরাজনীতিতে প্রতিবেশী দেশকেই সম্ভাব্য শত্রু হিসেবে বিবেচনা করা হয় এবং সব দেশই তাদের পররাষ্ট্রনীতিতে এ ব্যাপারটি মাথায় রাখে ।
আর ভারতের সাথে তাদের কোন প্রতিবেশীরই সম্পর্ক ভাল না ।

বঙ্গবন্ধু যদি ভারতীয় সেনাবাহিনীকে না চলে যেতে বলতেন তাহলে আজও তারা বাংলাদেশে থেকে যেত ।

ভারত কখনও বাংলাদেশের ভাল চায় নি নিজের লাভেরটা ফেলে যেটা বাংলাদেশ হামেশাই বাংলাদেশ ভারতের জন্য করে ।

গত শনিবারের মত ব্ল্যাক আউট ২০০৭ এর ১৫ নভেম্বরেও হয়েছিল , সেটা মইন-ফখরুদ্দিনের আমলে ।

তখন সেটার জন্য কাকে দায়ী করা হয়েছিল জানেন ? একটা ঘুঘু পাখিকে !? আশ্চর্যজনক হলেও সত্য । তখনকার ইত্তেফাক পত্রিকায় ঘুঘুটির ছবি ছাপা হয়েছিল যেটার ডানাগুলোর বেশ কিছু পুড়েও গিয়েছিল বোঝা যাচ্ছিল ।

এখন ৮ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ভেড়ামায়ায় কাজ শুরু করেছে ।

েবার কাকে দায়ী করে আল্লাহই মালিম ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File