মন্ত্রীর বিয়ে এবং আমাদের ছাগলামি
লিখেছেন লিখেছেন চিলেকোঠার সেপাই ৩০ অক্টোবর, ২০১৪, ১০:৪৫:৪১ রাত
আমি আমাদের দেশের রাজনীতি বা রাজনৈতিক ব্যাক্তিদের নিয়ে সাধারণত কিছু লিখি না। কারন এ বিষয় গুলো সবাই জানে। কিন্তু আজ কিছু লিখতে চেষ্টা করলাম। কারন ব্লগার এবং ফেসবুকারদের একটা বড় অংশ রেল মন্ত্রীর বিয়ে নিয়ে অতিরিক্ত শুরু করছে।
এটা নিয়ে আমার পর্যবেক্ষণ
এক> তারা দুজনই প্রাপ্ত বয়স্ক। তাদের বাক্তিগত সিদ্ধান্তের ব্যাপারে মন্তব্য করা একদম অনৈতিক। তাদের জামাই-বউ এর দুজনার বয়স নিয়ে কোন সমস্যা নেই। আপনার এত সমস্যা কিসের?
দুই> বাংলাদেশ তো বটেই ইসলামি দেশ থেকে শুরু করে কোন আলট্রা সেকুলার দেশের আইনও এ বিয়ের বিরোধী না।
তিন> মেডিক্যাল সাইন্স অনুযায়ি ৬৭ বছরে বিয়ে করলে কোন সমস্যা নেই।
চার> তারা দুজনাই মুসলিম। মুসলিমদের বিয়ে করতে ইসলাম উৎসাহ দিয়েছে। ইসলাম অনুযায়িও বিয়েতে কোন সমস্যা নেই।
পাঁচ> এবং সর্বশেষ কথা হল মজিবুল হক একজন মন্ত্রী। প্রতিদিন নতুন মেয়ের(যাকে বিয়ে করছে তার চেয়ে সুন্দর)সাথে রাত কাটানো তার পক্ষে সম্ভব। তা না করে সে বিয়ে করছে। তার ইথিক্সকে আমাদের মিনিমাম রেসপেক্ট করা উচিত। এটা নিয়ে অতিরিক্ত অযাচিত ফান করা তৃতীয় শ্রেনির মানসিকতা ছাড়া আর কিছুই না।
পুনশ্চঃ
আমি রাজাকার এবং নাস্তিক দুটি গালিই শুনেছি। এখন নাস্তিক বা আওয়ামী লীগের দালাল বলে গালি দিয়ে কেউ যদি শান্তি পান যত ইচ্ছা দেন আমার কোন সমস্যা নাই।।
বিষয়: বিবিধ
১১৫৪ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন