সুন্দরী প্রতিযোগিতা এবং বিলবোর্ডঃ মানুষকে পশুতে পরিণত করার প্রক্রিয়া।
লিখেছেন লিখেছেন চিলেকোঠার সেপাই ২৮ সেপ্টেম্বর, ২০১৪, ১১:২৯:১৬ রাত
সুন্দরী খোঁজা এবং বিল বোর্ড নিয়ে অনেক কথা হয়েছে। তবে আজ লিখছি একটা আশংকা মাথায় আসার পর।
নারীবাদী এবং হিউম্যানিস্ট-রা মেয়েদের পোশাক এবং সুন্দরী খোঁজা বা বিল বোর্ড নিয়ে কথা বললে একটি চমৎকার উওর দেন তা হল নিজে ভাল হোন। অন্যকে নিজের লালশার শিকার করবেন না। Atheist দের একটি খুবই জনপ্রিয় পেজে এমন ছবি দেখেছি একজন মহিলা প্লেকার্ড নিয়ে দাড়িয়ে আছে তাতে লেখা “Tell them not to rape, don’t asked me about my dress” কথাটি সত্য।
তবে একমাএ সত্য না।
আমরা এমন একটি যুগে বাস করি যেখানে পর্ণ খুবই সহজলভ্য। মাল্টি ট্রিলিয়ন ডলার এর এই পর্ণ ইনডাসট্রি। ৮ বছরের শিশু থেকে শুরু করে ৭০ বছরের বৃদ্ধ সবাই এই পর্ণ এর কঞ্জুমার। সুন্দরী প্রতিযগিতার মেয়েদের এসব বলগাহীন অদ্ভুদ সাজ, বিলবোর্ড এর রগরগে ছবি, অশ্লীল মুভি কিংবা মেয়েদের অতি পশ্চিমা ধাঁচের পোশাক আমাদেরকে Provoke করে এই পর্ণ দেখতে। বেড়ে যায় পর্ণ এর ডিমান্ড। তার উপর অনেক অভিনেতী পর্ণ এবং মুভি দুটিই করেন যা পর্ণকে অন্য রকম জনপ্রিয়তা দিচ্ছে। পর্ণ দেখা শুরু করলে আস্তে আস্তে মানুষ এর প্রতি Addicted হয়ে যায়। তখন ঘন ঘন এটা না দেখলে আর ভাল লাগে না। মুড অফ থাকলে বা মন খারাপ থাকলে বা কোন কাজ না থাকলে কিংবা বোরিং মুডে। তারা পর্ণকেই বেছে নেয় সাথী হিসেবে। এটাকে তারা খুব বেশি খারাপও মনে করে না। সরল চিন্তা আমিতো খুবই পারসোনালি এটা দেখছি। কাউকে কিছু বলছি না সমস্যা কি।
সমস্যা হল এই পর্ণ ধীরে ধীরে মানুষের আত্নাকে ধংস করে দেয়। মানুষকে পরিণত করে পশুতে। এর পর তারা যখন কোন মেয়েকে বা মহিলাকে (কিংবা মেয়ে ছেলেকে দেখে) দেখে তখন তিনটি চোখ দিয়ে তাদের দেখে। ৩য় চোখ যে মেয়েকে দেখছে তার শরীরের অদৃশ্যমান অংশকে স্ক্যান করে ফেলে। তিন চোখ মিলে তারা আর কোন মানুষকে দেখে না দেখে, দেখে একটি প্রানিকে, জিনিস, মাস্টার পিছ বা মালকে। জিনিস, মাস্টার পিছ বা মাল মানে কি? মানে তার বিস্তারিত বর্ণনা। বুবসের সাইজ কত, হিপ কেমন, লিপস কেমন, চুল কেমন, স্কিন কেমন আকর্ষণীয় ইত্যাদি ইত্যাদি{ব্যাপার গুলো উল্টা দিকেও সত্য}। মানুষের প্রতি সন্মান চলে যায়। তারা ঐ মেয়টাকে আর সন্মান করে না যত টা পাওয়া উচিত ছিল এমনকি নিজের শিক্ষিকাকেও না। নিজের শিক্ষিকাও হয়ে যায় জিনিস। এভাবে মানুষের সমাজ হয়ে যাচ্ছে পশুর সমাজ। আর এগুলোর জন্য একটি প্রধান দায়ী হল সুন্দরী প্রতিযগিতা, বিলবোর্ড, অশ্লীল মুভি এবং মিউজিক ভিডিও এবং মেয়েদের অতি পশ্চিমা ধাঁচের পোশাক। এ ব্যাপার গুলো আমরা যত তারাতারি বুঝতে পারবো। সম্ভবত ততই ভাল।
বিষয়: বিবিধ
১০৫৯ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 8870
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 8870
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> লিটুয়ারা লিখেছেন : কোরাণ-হাদিসের পাতায় পাতায়..........A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 8870
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
২। Malik’s Muwatta hadis 2:23:90, 28:14:33, 28:14:38),
৩। Sahih Bukhari 9:89:321
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 8870
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
Yahya related to me from Malik from Nafi that the slave girls of Abdullah ibn Umar used to wash his feet and bring him a mat of palm leaves while they were menstruating. Malik was asked whether a man who had women and slave girls could have intercourse with all of them before he did ghusl. He said, "There is no harm in a man having intercourse with two of his slave girls before he does ghusl. It is disapproved of, however, to go to a freewoman on another's day. There is no harm in making love first to one slave girl and then to another when one is junub." Malik was asked about a man who was junub and water was put down for him to do ghusl with.Then he forgot and put his finger into it to find out whether it was hot or cold. Malik said, "If no filth has soiled his fingers, I do not consider that that makes the water impure."
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 8870
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> লিটুয়ারা লিখেছেন : আপনি ইংরেজীতে কাঁচা,("can i know"!!!)- doesn't have any sense.
আপনাকে বলতে হবে- May I know??
বাংলাদেশের কালচার এমন হলে লিটুয়ারা গে সম্প্রদায় হাঁপ ছেড়ে বাঁচে
ওরে খালি পটুমারার উপর রাখা লাগবে
মন্তব্য করতে লগইন করুন