সব সমস্যা সমাধানে হোজ্জা নাসির উদ্দিন এর অমর উপদেশ

লিখেছেন লিখেছেন চিলেকোঠার সেপাই ৩০ আগস্ট, ২০১৪, ০২:২৩:৪৯ দুপুর



একবার রাজা খুব সমস্যায় পড়লেন। রাজ্যে নানা সমস্যা জর্জরিত। প্রাজারা তাক্ত বিরক্ত। শুধু রাজার কাছে আসে নানা সমস্যার কথা নিয়ে। তখন নাসির উদ্দিন হোজ্জা রাজাকে একটা সুপার অ্যাডভাইস দিলেন। হোজ্জা রাজাকে বুদ্ধি দিলেন যে আপনি একটা কালো বিলাই বানান।

রাজা অবাক হয়ে বললো কালো বিলাই মানে?? এটা কিভাবে বানায়???

হোজ্জা বললো বাস্তবে বানাতে হবে না। এখন থেকে রাজ্যে যাই ঘটুক না কেন আপনি বলবেন সব কিছুর জন্য কালো বিড়াল-টাই দায়ী।

রাজা অবাক হয়ে জিজ্ঞাসা করলো এতে লাভ কি??

হোজ্জা বললো আপনি তো একা বলবেন না।

সাথে আপনার উজির, নাজির, পেপার, টিভি চ্যানলে, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সবাই একই কথা বলবে। তখন আর কেউ আপনার কাছে আসবে না। সবাই কালো বিড়াল কেই দোষ দিবে। আপানার আর কোন ঝামেলা হবে না।

রাজা কিছুটা দ্বিধায় পড়লেন, বললেন এটা কাজ করবে?? জনগণ কি এত বোকা??

হোজ্জা জি জাহাপান। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন।  আপনার প্রজারা গড্ডল এর চেয়ে বেশি কিছু না।

রাজা তখন খুশি হয়ে বললো তথাস্তু 

[ এটা লেখলাম সম্প্রতি জনপ্রিয় ইসলামি মুখ ফারুকি সাহেবের নির্মম হত্যা নিয়ে প্রচারনা দেখে। কোন ঘটনা ঘটলেই কোন তদন্ত এর আগেই কালো বিলাই মানে জামায়াত, শিবির, মৌলবাদী, হেফাজত এর দিকে তীর তাক করা টা কিছু মিডিয়ার অসুখ এ পরিণত হয়েছে। {আমি বলছি না জাশি-হেফাজত ধোঁয়া তুলশি পাতা} তবে আগে থেকেই কিছু বলাটা অনেক সময় আরও ভাল করে বললে সব সময়ই খারাপ হয়ে যায়। তবে সস্তা জনপ্রিয়তার জন্য থিওরিটা খারাপ না। স্বীকার করি ]

< যত দোষ, নন্দ ঘোষ। এই প্রবাদটি এর সার্থকতা বুঝতে পারছি >

[ গল্পটি কল্পিত]

বিষয়: বিবিধ

১২৩২ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

259638
৩০ আগস্ট ২০১৪ দুপুর ০২:৪৪
কাহাফ লিখেছেন : বাস্তবতার সাথে পরম মিল না খুজলেও বুঝা যায়,অনেক ধন্যবাদ........
৩০ আগস্ট ২০১৪ রাত ১১:৫৯
203575
চিলেকোঠার সেপাই লিখেছেন : ধন্যবাদ Happy
259639
৩০ আগস্ট ২০১৪ দুপুর ০২:৪৮
মামুন লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে। Good Luck
৩০ আগস্ট ২০১৪ রাত ১১:৫৯
203576
চিলেকোঠার সেপাই লিখেছেন : ধন্যবাদ Happy
259662
৩০ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৩৮
আবু আশফাক লিখেছেন : নিজেকে সযতনে রক্ষার লক্ষ্যে ‌''(আমি বলছি না জাশি-হেফাজত ধোঁয়া তুলশি পাতা)'' কথাটি মন থেকেই লিখেছেন?
৩০ আগস্ট ২০১৪ রাত ১১:৫৭
203573
চিলেকোঠার সেপাই লিখেছেন : আশফাক সাহেব আমার অন্য লেখা পড়েন। বুঝবেন আশা করি। Happy
৩১ আগস্ট ২০১৪ রাত ১২:০০
203578
চিলেকোঠার সেপাই লিখেছেন : http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/8681/samilz/48905
এটা পড়বেন আশা করি ।
৩১ আগস্ট ২০১৪ সকাল ১০:২০
203708
আবু আশফাক লিখেছেন : আমি আশফাক নই, আশফাকের বাবা।

আপনার অন্য লেখাগুলো পড়েই বলেছি।
৩১ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪৯
203789
চিলেকোঠার সেপাই লিখেছেন : তাহলে তো বোঝার-ই কথা। আবু আশফাক ভাইয়া Happy
হিপক্রেসি আমার মধ্যে নাই। যেটা সত্য সেটা সত্য। লীগ যেমন জাশি-হেফাজত পিটাইছে তেমনই তারাও কিছু অপকর্ম করেছে। এটা পরিষ্কার।
259763
৩০ আগস্ট ২০১৪ রাত ১০:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা ব্যাটাই চোর!!!
৩০ আগস্ট ২০১৪ রাত ১১:৫৮
203574
চিলেকোঠার সেপাই লিখেছেন : Happy>-

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File