অ্যামেরিকার সংবিধান এর ১৯তম সংশোধনী এবং নারীর স্বাধীনতা

লিখেছেন লিখেছেন চিলেকোঠার সেপাই ১৯ আগস্ট, ২০১৪, ০৯:০০:০৬ রাত

দুইটি ঘটনা।



ঘটনা এক- আজকের দিনটি নারী (পশ্চিমা) দের জন্য একটি ঐতিহাসিক দিন।

আজ থেকে ঠিক ৯৪ বছর আগে। ১৯২০ সালের ১৯ অগাস্ট। স্থান ওয়াশিংটন ডিসি। সময় বিকাল। আমেরিকার সংবিধান এর ১৯তম সংশোধনী কংগ্রেস এ পাশ হয়। পশ্চিমা জগতে মেয়েরা সর্বপ্রথম সরকারের পরোক্ষ সমালোচনা করার অধিকার অর্থাৎ ভোট দেওয়ার অধিকার পায়।।

ঘটনা দুই- আজ থেকে প্রায় ১৩৮১ বছর আগের ঘটনা। ৬৩৩ সাল। স্থান মদিনায় খলিফার সরকারি কার্যালয়। সময় দুপুর। সেই সময়ের সবচেয়ে ক্ষমতাবান এবং প্রতাপশালী সম্রাট উমর বিন খাওাব (যার ভয়ে দুর্দান্ত বারজেনটাইন এবং পারস্য এর সম্রাটদের রাতের ঘুম হারাম) বিবাহ বিষয়ে একটি সরকারের একটি সিদ্ধান্ত ঘোষণা করেন। তখন একজন সাধারন মহিলা ( সাধারন মহিলা বলার কারন তার নাম পাওয়া যায় না ইতিহাসে। যদি বিশিষ্ট কেউ হতেন তাহলে অবশ্যই নাম পাওয়া যেত) বলে উঠলেন "যে ব্যাপারে হযরত মুহাম্মাদ সা কোন নিয়ম করেন নাই, উমরকে সে ব্যাপারে কথা বলার।" সম্রাট এর মাথা নিচু হয়ে গেল।ক্ষণিকের জন্য নিরব থাকলেন। এর পর বললেন, এই মহিলা ঠিক। উমর ও তার প্রশাসন ভুল। সিদ্ধান্ত প্রত্যাহার।

পার্থক্যটা এখানেই। (নারীবাদীদের) আর কিছু বলতে চাই না।।

বিষয়: বিবিধ

১০৫০ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

256056
১৯ আগস্ট ২০১৪ রাত ০৯:৩৬
গ্রামের পথে পথে লিখেছেন : ভাইজান, আপনার মিষ্টি কথায় ছেলে ভুলানো যাবে না। কোরাণ-হাদীস থেকে রেফারেন্স দিয়ে কথা বলুন।



ইসলামে নারীর স্বাধিনতার নমুনা :
সূরা মুমিনূন :
১। মুমিনগণ সফলকাম হয়ে গেছে,
২। যারা নিজেদের নামাযে বিনয়-নম্র;
৩। যারা অনর্থক কথা-বার্তায় নির্লিপ্ত,
৪। যারা যাকাত দান করে থাকে
৫। এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে।
৬। তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না।
256065
১৯ আগস্ট ২০১৪ রাত ০৯:৪৭
গ্রামের পথে পথে লিখেছেন : সহিহ্‌ বোখারী ভল্যুম ৫,৭০৯:
সাহাবী আবু বাক্‌রা বলছেন, নবী (দঃ) বলেছেন যে, যে জাতি নারীর ওপরে নেতৃত্ব দেবে, সে জাতি কখনো সফলকাম হবে না।
১৯ আগস্ট ২০১৪ রাত ১১:৩১
199682
চিলেকোঠার সেপাই লিখেছেন : সমস্যা কোথায়???আপু শুধু এটা ডিটেইলস আলোচনা করতে হবে। তবে শুধু এটা বলি যখন সন্তান হয়, এবং প্রতি মাসের একটি নির্দিষ্ট সময় মেয়েদের পক্ষে কাজ করা কঠিন বা সম্ভব না।
১৯ আগস্ট ২০১৪ রাত ১১:৩১
199683
চিলেকোঠার সেপাই লিখেছেন : সমস্যা কোথায়???আপু শুধু এটা ডিটেইলস আলোচনা করতে হবে। তবে শুধু এটা বলি যখন সন্তান হয়, এবং প্রতি মাসের একটি নির্দিষ্ট সময় মেয়েদের পক্ষে কাজ করা কঠিন বা সম্ভব না।
১৯ আগস্ট ২০১৪ রাত ১১:৩১
199684
চিলেকোঠার সেপাই লিখেছেন : সমস্যা কোথায়???আপু শুধু এটা ডিটেইলস আলোচনা করতে হবে। তবে শুধু এটা বলি যখন সন্তান হয়, এবং প্রতি মাসের একটি নির্দিষ্ট সময় মেয়েদের পক্ষে কাজ করা কঠিন বা সম্ভব না।
১৯ আগস্ট ২০১৪ রাত ১১:৩১
199685
চিলেকোঠার সেপাই লিখেছেন : সমস্যা কোথায়???আপু শুধু এটা ডিটেইলস আলোচনা করতে হবে। তবে শুধু এটা বলি যখন সন্তান হয়, এবং প্রতি মাসের একটি নির্দিষ্ট সময় মেয়েদের পক্ষে কাজ করা কঠিন বা সম্ভব না।
১৯ আগস্ট ২০১৪ রাত ১১:৩১
199686
চিলেকোঠার সেপাই লিখেছেন : সমস্যা কোথায়???আপু শুধু এটা ডিটেইলস আলোচনা করতে হবে। তবে শুধু এটা বলি যখন সন্তান হয়, এবং প্রতি মাসের একটি নির্দিষ্ট সময় মেয়েদের পক্ষে কাজ করা কঠিন বা সম্ভব না।
১৯ আগস্ট ২০১৪ রাত ১১:৩১
199687
চিলেকোঠার সেপাই লিখেছেন : সমস্যা কোথায়???আপু শুধু এটা ডিটেইলস আলোচনা করতে হবে। তবে শুধু এটা বলি যখন সন্তান হয়, এবং প্রতি মাসের একটি নির্দিষ্ট সময় মেয়েদের পক্ষে কাজ করা কঠিন বা সম্ভব না।
১৯ আগস্ট ২০১৪ রাত ১১:৩১
199688
চিলেকোঠার সেপাই লিখেছেন : সমস্যা কোথায়???আপু শুধু এটা ডিটেইলস আলোচনা করতে হবে। তবে শুধু এটা বলি যখন সন্তান হয়, এবং প্রতি মাসের একটি নির্দিষ্ট সময় মেয়েদের পক্ষে কাজ করা কঠিন বা সম্ভব না।
256096
১৯ আগস্ট ২০১৪ রাত ১০:৫২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নারি স্বাধিনতার অর্থ তারা তাই করে যতটুক দরকার নারিকে পন্য বানাতে। ধন্যবাদ সুন্দর তুলনামুলক পোষ্ট এর জন্য।
256264
২০ আগস্ট ২০১৪ সকাল ১১:৪৪
হতভাগা লিখেছেন : নারী স্বাধীনতার ব্যাপারে বাংলাদেশ পৃথিবীর যে কোন আধুনিক ও সভ্য দেশের জন্য রোল মডেল । এখানে নারীরা গত দুই যুগ ধরে সরকারী ও বিরোধী দলের নেতৃত্ব দিচ্ছে ।

যার ফলে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা তুলে দাড়িয়েছে । এই নারীদের শাসন আমলেই বাংলাদেশ বিশ্বের সব দেশকে হারিয়ে পর পর ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File