আমার আম্মুর লেখা রমজান নিয়ে একটি কবিতা।
লিখেছেন লিখেছেন চিলেকোঠার সেপাই ২৮ জুলাই, ২০১৪, ১১:০৮:৫২ রাত
মাহে রমজান
বিদায় দিতে আজ মন নাহি চায়
তবুও তোমাকে আজ দিলাম বিদায়
বিদায় মাহে রমজান তোমাকে বিদায়
বিদায় দিয়ে তোমাকে ভাবি বসে নিরুপায়
ঘুরে ঘুরে এই ধরায় কেন আস বার বার
বোঝে না তারা, যারা হতভাগা গুনাহগার
যে শিক্ষা দিতে তুমি এসেচিলে ভুবনে
সে শিক্ষা ধরে রাখতে পারি যেন জীবনে
বার বার দেখি তোমার বাঁকা চাঁদ গগনে
বিশ্ব মুসলিম এক হয় তোমার আগমনে
তোমার শিক্ষা আমরা যদি মেনে চলি সবাই।
আমারা মুসলিম সবাই হয়ে যাব ভাই ভাই
কেউ আর পারবে না আমাদের হারাতে
মাসুম শিশুর রক্ত আর পারবে না ঝরাতে
মহা মূল্যবান তুমি প্রভুর সেরা দান
কল্যাণ বয়ে আন তুমি হে মাহে রমজান
তোমাকে বিদায় দিয়ে মন কাঁদে হতাশায়
আবার ফিরে আসবে তুমি চেয়ে রইলাম এই আশায়
বিষয়: বিবিধ
১৫৫১ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন