যা ছাড়া আমাদের ঈদ অসম্পূর্ণ

লিখেছেন লিখেছেন চিলেকোঠার সেপাই ২৮ জুলাই, ২০১৪, ০৮:২০:৫৫ রাত



খুব খেয়াল করে দেখলাম যে গানটি ছাড়া আমাদের ঈদ অচল। সেই গানের প্রথম ৩ লাইনের বেশি পারে এমন মানুষ খুব বেশি নেই । তাই পুরো গানের লিরিক দিলাম। সত্য-ই বিদ্রোহী কবির এক মাস্টার পিস এটা।

অসাধারন শব্দটি মনে হয় এমন গানকে বর্ণনা করার জন্যই সৃষ্টি হয়েছে। ।

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।

তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ

দে যাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।

আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে

যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।

আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে,

তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।

যারা জীবন ভরে রাখছে রোজা, নিত্য উপবাসী

সেই গরীব ইয়াতীম মিসকিনে দে যা কিছু মুফিদ

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।

ঢাল হৃদয়ের তশতরীতে শিরনি তৌহিদের,

তোর দাওয়াত কবুল করবেন হজরত হয় মনে উম্মীদ।

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।

তোরে মারল' ছুঁড়ে জীবন জুড়ে ইট পাথর যারা

সেই পাথর দিয়ে তোলরে গড়ে প্রেমেরই মসজিদ।

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ

বিষয়: বিবিধ

১০৩৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

249139
২৮ জুলাই ২০১৪ রাত ০৮:৫১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই গানটি প্রায় ৮০ বছর পড়েও যেন চির নতুন।
২৮ জুলাই ২০১৪ রাত ১০:২৯
193546
চিলেকোঠার সেপাই লিখেছেন : ঠিক। ।
249151
২৮ জুলাই ২০১৪ রাত ০৯:৪০
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৮ জুলাই ২০১৪ রাত ১০:২৯
193547
চিলেকোঠার সেপাই লিখেছেন : ধন্যবাদ আপনাকেও
249157
২৮ জুলাই ২০১৪ রাত ০৯:৫৬
হতভাগা লিখেছেন : গানটা আসলেই অনন্য ।

তবে এখন যেভাবে হেভি মেটাল মিউজিকে গানটা গাওয়া হচ্ছে তাতে মনে হয় এখনকার গাইয়েরা গানটাকে জেলাস করে বলেই বিকৃত সুরে গায় ।

খারাপ লেগেছে একটা চ্যানেলে মমতাজ ও সাবিনা ইয়াসমিন (ডুয়েট)যেভাবে গানের একেবারে শেষে যেভাবে দুই লাইন গেয়েছে গানটাকে এই ৩০-৩৫ বছর কখনও এই রকমভাবে শুনেছি বলে মনে হয় না । কথাগুলো এরা নতুনভাবে এড করেছেই বলে মনে হয় ।
২৮ জুলাই ২০১৪ রাত ১০:২৯
193548
চিলেকোঠার সেপাই লিখেছেন : সহমত। ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File