গাজার জন্য হলোকাস্টকে সমর্থন ?
লিখেছেন লিখেছেন চিলেকোঠার সেপাই ১৪ জুলাই, ২০১৪, ১২:১৯:৩৯ রাত
গত কয়েকদিন ধরে ফেসবুক ও ব্লগে একটা চরম আপওিকর পোস্ট দেখছি। সেটা হল গাজার হত্যাকাণ্ডের জন্য অনেকে হিটলারকে হিরো বানাচ্ছে। এমনকি হলোকাস্টকে সমর্থন জানিয়ে পোস্ট দিচ্ছে। আমাদের মনে রাখা দরকার অন্যায়কে সমর্থন দেওয়া কোন মানুষের কাজ না। আল্লাহ বলেছেন কেউ যদি একজন নিরপরাধ মানুষকে (হোক সে হিন্দু, বৌদ্ধ, জৈন, মুসলিম বা ইহুদি) হত্যা করে সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করলো। আর এটা সত্য ইহুদীদের মধ্যে যেমন শিমন পেরেজ আছে তেমন নোয়াম চমস্কিও আছে। আমাদের প্রতিবাদ হবে সকল অন্যায় এর বিরুদ্ধে সেটা হোক নেতানিয়াহু, হিটলার, সিসি, আতারতুক বা আইয়ুব খান। আমারা ফিলিস্তিনকে অবশ্যই সবচেয়ে বেশি ফোকাস করবো কারন তারা সবচেয়ে বেশি নির্যাতিত, অত্যাচারিত। হলোকাস্টক এর সমর্থনে পোস্ট গুলো ওদের হত্যাকাণ্ডকে লাইসেন্স দিচ্ছে (ওরা বলবে যারা আমাদের ৬০ লক্ষ নিরপরাধ ভাইদের গ্যাস চেম্বারের গনহত্যাকে সমর্থন করে তাদের কয়েক হাজার মারা দোষের না)। এই আবেগি ভাই বোনের কাছে আমার প্রশ্ন আপনারা কি কোক, পেপসি, নেসলে কোম্পানির পণ্য ব্যবহার করেন?? ইফতার এর আগে কয়দিন দোয়া করেছেন ফিলিস্তিন এর ভাইদের জন্য??? এসব পোস্ট দিয়ে প্লিজ ইহুদিবাদীদের গণহত্যাকে লাইসেন্স দিবেন না। ইসরাইলের বুলেট কেনার টাকা সাপ্লাই বন্ধ করুন এবং দোয়া করুন। । ।
বিষয়: বিবিধ
১৪৫২ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কষ্ট পাওয়া মুসলিম জনগোষ্ঠিকে বুঝতে হবে - ইসরাইল নামক ভূপৃষ্ঠ হতে জন্ম নেওয়া 'দাব্বাতুল আরদ' - যা ন্যাচারালী মানুষকে মারবে, নির্যাতন করবে, নিষ্ঠুরতা চালাবে। প্রথমে প্যালেস্টানিয়ানদের প্রতি এবং আগামীতে 'বনী ইসমাইল' বা আরবদের কে স্লাগটার করবে। আর তারপর বিশ্বের বিভিন্নদেশের মানুষের উপর ও নির্যাতন ও নিপীড়ন চালাবে। যারা নির্যাতিত ও নিপীড়িত - তারা নিশ্চয়ই আল্লাহর কাছে আদ্রিত হবে - যদি না তারা পথভ্রষ্ট হয়।
এই নির্যাতন ও নিপীড়ন - ইসরাইল ও বনী ইসরাইলদের অমোঘ নিয়তি - কারন তারা আল্লাহর সাথে দুইবার অবাধ্যতা করা ও শাস্তি পাওয়া (পবিত্র ভূমি হতে উচ্ছেদ ও পৃথিবীময় নিকৃষ্ট মানুষ হিসাবে ছড়িয়ে পড়া)স্বত্তেও - মুক্তি পাবার সুযোগ হিসাবে নবী মোহাম্মদ সঃ কে এক্সেপ্ট করার সুযোগ হাত ছাড়া করেছিল। সো তাদেরকে সে অবাধ্যতার জন্য আল্লাহ ঘোষনা করেছিল ইয়াজুজ মাজুজ এর হাত ধরে তারা পবিত্র ভূমিতে ফিরে আসবে 'সুরা আম্বিয়া ৯৫ - ৯৬' এবং যদি আবার ফ্যাসাদ করে, আবিচার করে, অন্যায় করে তবে পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম শাস্তি - যা ফেরাউন ও তার ফলোয়ারের শাস্তিকে ছাড়িয়ে যাবে।
আর সে শাস্তি নিশ্চিত করবো আমরা মুসলিমরা - এটাই মোহাম্মদ সঃ এর ভবিষ্যতবানী। সহী মুসলিম বই-৪১ হাদীস নং ৬৯৮৫।
সুতরাং বিশ্বাসী মুসলিম এর ধৈর্য হারা হতে হবে না। ইতোমধ্যে আমাদের যা করতে হবে - তা হল আল্লাহ সোবহানাল্লাহু তায়লার কাছে দোয়া করা - যাতে আমাদের এ পরীক্ষা সংক্ষিপ্ত করেন, প্যালেস্টাইনী ভাইবোনদের উপর শান্তি ও ট্রান্কুইলিটি প্রতিস্থাপন করেন এবং তাদেরকে এক্সেপ্ট করেন। এবং নিজেদেরকে সংশোধন করে পাপ হতে ফিরে আসার জন্য অধ্যাবসায় শুরু করতে হবে। সুদ, ঘুষ, মিথ্যা ও পাপাচার হতে নিজেদের নিবৃত রাখতে জেহাদ করে যেতে হবে।
And there is a ban upon any community which We have destroyed: that they shall not return. (95) Until, when Gog and Magog are let loose, and they hasten out of every mound, (96)
আপনি উপরের এ্যানী কমিউনিটিকে পড়ুন এ কমিউনিটি - (এখানে কমিউনিটি বলতে গবেষকরা বুঝাচ্ছেন বনী ইসরাইল (আল্লাহ ভাল জানেন) - যাদের কে কোরান অবতীর্ন হবার আগে দুবার জেরুজালেম কিংবা পবিত্র ভূমি হতে আল্লাহ উচ্ছেদ করেছেন যেটাকে ইহুদীরা বলে ডায়াসপোরা। এর প্রথমটি ব্যবলনীয়নদের দ্বারা আর দ্বিতীয়বার রোমান দের দ্বারা) আর পরের আয়াতে বলছে তারা ঐ পয্যন্ত ফিরে আসবে না (পবিত্র ভূমিতে) যতক্ষন না গগ এন্ড মাগগ বা ইয়াজুজ মাজুজ ফ্রী করা না হয়। আর আমরা সবাই জানি হজরত জয়নাব রাঃ হতে বর্নিত সহী হাদীস যেখানে তিনি মোহাম্মদ সঃ এর রেফারেন্স এ বলেছেন ইয়াজুজ মাজুজ যুলকারনাইন আঃ এর দেয়াল ছিদ্র করেছে এবং তারা আগামীতে যখন আরবে খারাপ মানুষের সংখ্যা বাড়বে তখন তাদেরকে স্লাগটার করবে।
ধন্যবাদ।
আপনি আরো জানতে 'জেরুজালেম ইন কোরআন' বইটি পড়তে পারেন ডাউনলোড করে। ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন