নিয়ম মানা মুসলিমদের মধ্যে অনৈক্য এবং ঐক্যের স্বপ্ন
লিখেছেন লিখেছেন চিলেকোঠার সেপাই ০৫ জুলাই, ২০১৪, ০৪:০৬:১৫ বিকাল
হযরত আলী হায়দার র. এর সময় থেকেই মুসলিম উম্মাহ এর মধ্যে বিভেদ শুরু হয়। নানা দল-উপদলে বিভক্ত হয়ে যায় উম্মাহ। এক দল আর এক দলকে অনেক সময় কাফের পর্যন্ত বলে ফেলে। এ নিয়ে প্রচুর লেখা লেখি হয়েছে, হচ্ছে ভবিষ্যৎও হবে। আমি কোন ইসলামি বিশেষজ্ঞ নই। খোলা চোখে একটু দেখার চেষ্টা করি এই বিভেদকে। বর্তমানে নিয়ম মানা মুসলিমদের মোটামুটি প্রধানত ৩ ভাগ করা যায়
১। গনতন্ত্রপন্থী > এই গ্রুপটা চায় নির্বাচন এর মাধ্যমে রাষ্ট ক্ষমতায় গিয়ে ইসলাম কায়েম করা। বলা বাহুল্য এদের মধ্যে নানা কারনে ভাগ আছে। বর্তমানে মুসলিম বিশ্বে অনেক গুলো ইসলামি দল রয়েছে।
২। বিপ্লবী> এই গ্রুপটি চায় স্বসস্ত্র বিপ্লবের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। তাদের নির্বাচন বা গনতন্ত্র বিশ্বাস নেই। এই গ্রুপও বেশ জনপ্রিয়। বলা বাহুল্য এদের মাঝেও বিভেদ আছে।
৩। প্রচায়> এরা প্রচার এর মাধ্যমে সবাইকে ইসলাম এর কাছে নিয়ে আসতে চায়। তাদের মত সবাই ইসলাম মানলে এমনিতেই ইসলাম প্রতিষ্ঠা পাবে। এই গ্রুপের মধ্যে তাবলীগ জামায়াত বেশ জনপ্রিয়।
এই তিন দলের মধ্যে ঝামেলা চলছে। একদল আর একদলকে গালা গালি, কখনও ইহুদীদের চর, কখনও কাফির পর্যন্ত বলে ফেলি।
এখন প্রশ্ন কিভাবে এদের মাঝে একতা আনা সম্ভব?? যারা সিরিয়াতে বা আফগানিস্তানে অস্ত্র নিয়ে যুদ্ধ করছে তারা কি অস্ত্র ফেলে ইজতেমাতে আসবে । তাবলীগ এর ভাইরা কি এখন ভোট চাই, ভোট চাই শ্লোগান দিবে?? অথবা গনতন্ত্রপন্থীরা কি সব বাদ দিয়ে যুদ্ধে যাবে??
আপাত দৃষ্টিতে একদম অসম্ভব। আফগানিস্তান এর মুজাহিদরা কখনও তাদের অস্ত্র ছাড়বে না। গনতন্ত্রপন্থীরা যুদ্ধে যাবে না কিংবা প্রচারে বিশ্বাসীরা ভোটের লড়াইয়ে নাববে না।
এখানে আমাদের কি করনীয়। আমাদের ফিয়ে যেতে হবে আল্লাহর কাছে। কুরআন কি বলে??
"এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের এক"
যে দলেই থাকি না কেন আমাদের বোঝা উচিত এই তিন দলের সবাই ইসলামকে ভালবাসে, সবাই রাসুল স. কে ভালবাসে, সবাই ইসলাম চায়। তাই আমাদের জন্য এটাই ভাল না আমরা সবাইকে ভালবাসা। কারন সবার কাছে কম বেশি দলিল আছে। এমনও হতে পারে যাকে বিপথগামী বলছেন তার ইসলামের প্রতি ভালবাসা আপনার চেয়ে বেশি। কে সবচেয়ে বেশি সঠিক আল্লাহ মালুম। কেউই জানে না কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে। ইসলাম একটি বিশাল ভাণ্ডার কারো পক্ষে সব জানা সম্ভব না। এজন্য সব ইসলামি বিশেষজ্ঞ তাদের মত দেওয়ার পর বলেছেন, আল্লাহুল আলম, আল্লাহু আহকাম, আল্লাহুল আ'লা। এর অর্থ ইয়া আল্লাহ তুমি সত্য, তুমি সব জানো। আমার জ্ঞান খুবই সামান্য। আমার যা জ্ঞান আছে তা দিয়ে সত্যের কাছা যাওয়ার চেষ্টা করলাম। আমি ভুল হতে পারি। তুমি আমার চেষ্টা কবুল কর। একবার ইমাম মালিক র. এর কাছে মরক্কো থেকে এক ব্যাক্তি ইসলামের বিভিন্ন বিষয় এ ৪০ টি প্রশ্ন নিয়ে আসেন। ইমাম মালিক র তার মধ্যে থেকে মাএ ৪ টি প্রশ্নের উওর দিতে পেরেছিলেন। বাকি গুলোর ব্যাপারে বলেন আমি জানি না। এটা থেকেই বোঝা যায় ইসলাম কতটা গভীর বিষয়। সুতরাং মনে হয় আমাদের জন্য এটাই ভাল আল্লাহ এর কাছে সঠিক পথে রাখার জন্য দোয়া করব। এটা মনে করব না যে নিজের অবস্থানই একমাএ সঠিক। অন্যভাইদের জন্য দোয়া করব কারন তারাও আপনার মত ইসলামকে ভালবাসে। আর অন্যভাইদের অব্যস্থানও বোঝার চেষ্টা করবো।
পুনশ্চ : ইমাম ইবনে তাইমিয়া বলেছেন কেউ যদি কোন মানুষকেও সিজদা করে এবং ভাবে এটাই তার দ্বীন তাহলে সে ক্ষমা পাবে। ( সোর্স Dr জাকির নায়িক এর unity of ummah লেকচার)
বিষয়: বিবিধ
১০৫৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন