আমেরিকার মানবতা

লিখেছেন লিখেছেন চিলেকোঠার সেপাই ০৩ জুলাই, ২০১৪, ০৯:২২:৪৭ রাত



ইসলামি বিপ্লবের এর পর আমেরিকা ইরানের উপর বুনো কুকুরের মত হামলা করে সাদ্দামকে দিয়ে। ইরান তখন ইরাক ও আমেরিকার দ্বিমুখী আক্রমনের হাত থেকে আত্নরক্ষায় ব্যস্ত। ১৯৮৮ সালের আজকের এইদিনে তেহরান থেকে ২৯০ জন যাএী নিয়ে দুবাই যাচ্ছিল ইরান এয়ার এর যাএীবাহি Airbus-A300 ফ্লাইট ৬৫৫। প্লেনটি গালফের উপর গেলে আমেরিকান নেভির রণতরী ইউএসএস কার্ল ভিনসেনস থেকে বিমান বিধংসী সার্ফেস টু এয়ার মিসাইল ছোড়া হয়। ৬৬ জন শিশুসহ ২৯০ জন যাএীর সবাই এতে নির্মম ভাবে নিহত হয়। পরে পৃথিবীর সবচেয়ে হাইটেক প্রযুক্তি ব্যবহারকারী আমেরিকা একে মিস ফায়ার বলে। একবারও এই জঘন্য ঘটনার জন্য ক্ষমা চায়নি উল্টো হামলাকারী অফিসারদের প্রমোশন দিয়ে পুরুস্কৃত করে।

আজও তেহরান-দুবাই রুটে ইরান এয়ারের বিমান এই একই ফ্লাইট কোডে চলাচল করে সেই ঘটনা স্মরণীয় করে রাখতে। ।

বিষয়: বিবিধ

১১৬৫ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

241427
০৩ জুলাই ২০১৪ রাত ১০:৪১
বেদনা মধুর লিখেছেন : আমেরিকা এরান আর ইসরাইল সবার গোড়া একই জায়গায় রসুনের মত। মুসলমান মারার জন্য সবাই এক।
০৩ জুলাই ২০১৪ রাত ১১:১৭
187452
চিলেকোঠার সেপাই লিখেছেন : নাহ এখন দেখি অনেক ইসলামি দলের নেতারা আম্রিকার সাথে ইফতার করে। । ।
০৪ জুলাই ২০১৪ রাত ১২:৪৭
187475
সরল কথা লিখেছেন : আমাদের প্রয়োজনেই শিয়া-সুন্নি বিভেদ দূর করা দরকার।
241447
০৩ জুলাই ২০১৪ রাত ১১:২৭
ছিঁচকে চোর লিখেছেন : বেদনা বিধুর ঘটনা। আমি এর তীব্র নিন্দা জানাই। আমেরিকার এহেন কাজের জন্য ক্ষমা চাওয়া উচিত।
০৪ জুলাই ২০১৪ বিকাল ০৫:৩৩
187607
চিলেকোঠার সেপাই লিখেছেন : (~~)
241464
০৪ জুলাই ২০১৪ রাত ০২:১২
আলইগ ইবনে লেণদুপ দোরজি বিন মিরজাফর লিখেছেন : আর ছাইছে খময়া।ওরা হচ্ছে কুকুরেরে জাত যে খাবার দিবে সেই ভাল,সে যেই হোক।আর যে দিবে না তাকে যে করেই হোক মারবে।
241549
০৪ জুলাই ২০১৪ সকাল ০৭:৪৬
আল সাঈদ লিখেছেন : যতদিন মুসলমান ঐক্য না হবে এমন ভাবে মার খেতেই থাকবে।
০৪ জুলাই ২০১৪ বিকাল ০৫:৩৩
187608
চিলেকোঠার সেপাই লিখেছেন : সহমত
241599
০৪ জুলাই ২০১৪ দুপুর ০২:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এঘটনাটির জন্য এখনও কোনরুপ ক্ষমা চায়নি আমেরিকা। তাদের দাবি যে বিমানটি আক্রমনাত্মক অবস্থান নিয়েছিল সেটা আমেরিকার বন্ধু রাষ্ট্র হয়েও আরব আমিরাত কখনও মেনে নেয়নি।
০৪ জুলাই ২০১৪ বিকাল ০৫:৩৫
187609
চিলেকোঠার সেপাই লিখেছেন : হুম। । ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File