নষ্ট শহরে পুরানো সুর

লিখেছেন লিখেছেন চিলেকোঠার সেপাই ৩০ মার্চ, ২০১৪, ০৯:৫৫:৩৭ রাত

ঢাকা।প্রায় ২ কোটি মানুষের এর নগরে একদিকে রয়েছে চোখ ধাঁদানো কিছু ৫ তারকা হোটেল, শপিং সেন্টার, বার, রেস্তরা আর একই সাথে অন্যদিকে এখানেই পাবেন সবচেয়ে অস্বাস্থকর ও নোংরা বস্তির মিছিল।আছে হাজারও বাস্তহারা মানুষের মত প্রানি আর মানব শিশুর মত দেখতে ছোট্র প্রান।যাদের নেই বৈশাখের রোদ, শ্রাবনের বৃষ্টি কিংবা পৌষের শীত থেকে পালানোর এতটুকু জায়গা আর এই শহরকে আরও নোংরা করার জন্য বেঁচে থাকার মত খাবার।ক্ষুধা থেকে বাঁচতে তারা এখন খায় আইকা আঁঠা।প্রতিদিন ৭০ হাজার মানুষ না খেয়ে রাতে ঘুমাতে যায়।স্বাধীনতার ৪৩ বছর পরেও।হলে হোক।কিছু চোর, ছাচ্চর আর মাগি যদি আইকা আঠাঁ খায় আর না খেয়ে মরে তাতে আমাদের বাঙলি মধ্যবিও সম্প্রদার এবং আমাদের মহান স্বাধীনতার কিচ্ছু আসে যায় না।আমারা তাদের ভোগ করবো, তাজরিন, রানা টাওয়ারে পুরিয়ে মারবো। এইতো।তাদের জন্য কেউ সাহায্য দিলে.... হ্যাঁ তাই বলে আমাদের এত থারাপ ভাববেন না।আসলে তাদের জন্য কিন্তু আমাদের অঘাত দরদ, কালো ব্যাচ পরি, মোম বাতি জ্বালাই এমনকি ১ মিনিট নিরবতাও পালন করি! ভেবেছেন কি? তবে তাদের রুটি রুজির জন্য....??No never!! কারন তাতে আমাদের মহান স্বাধীনতার কোন উপকার হবে না।আমরা আমাদের টাকা দিয়ে আমরা বিশাল পতাকা বানাবো, ৯0 কোটি টাকা থরচ করে জাতীর সংগীত গাইবো কারন এতেই আমাদের মহান স্বাধীনতার জৌলুস এবং মহত্ব দুটোই বৃদ্ধি পাবে।

বিষয়: বিবিধ

১০৯৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

200524
৩০ মার্চ ২০১৪ রাত ১১:১৯
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
৩১ মার্চ ২০১৪ রাত ১১:৫৬
150707
চিলেকোঠার সেপাই লিখেছেন : আপনাকে ও ধন্যবাদ
200538
৩০ মার্চ ২০১৪ রাত ১১:৪১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : গগনচুম্বি অট্টালিকার সারির পাশেই অসংখ্য গৃহহিন নরনারি ও শিশুর শহর এই ঢাকা।
ভালো লাগলো অনেক ধন্যবাদ
201061
৩১ মার্চ ২০১৪ রাত ১১:৫৭
চিলেকোঠার সেপাই লিখেছেন : ভাল বলেছেন ভাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File