এবং তার নাম কবিতা
লিখেছেন লিখেছেন ধূসর পান্ডুলিপি ১৫ সেপ্টেম্বর, ২০১৪, ১০:২৬:৪৬ রাত
স্তব্ধতা চারিদিকে রাজ করছে,
রাজ্যটা এখন তার,আর সে ই রাজা,
অন্ধকার হয়ে আসা কোনো এক তপ্ত বিকেল,
কিছুক্ষণ পরেই স্তব্ধতা ভাঙবে,
স্টেনগানের বুলেটের বেগে ঝড় আসবে!
"স্টেনগান" লিখলাম কেন?
আর কোনো উপমা কি মাথায় আসছে না?
বোধহয় না॥
সংকীর্ণতা ভর করেছে মন আর মগজে,
শব্দ শূণ্যতায় ভুগছি কিছুটা॥
কিভাবে যে নিঃশ্বাস ফেলছি জানি না,
জানার কথাও না॥
শব্দ ব্যবসায়ী যে আমি!
শব্দ ছাড়া পৃথিবীটা কেমন যেন-
নেশাগ্রস্ত কোনো এক মাতাল যেভাবে তাকিয়ে থাকে-
সেভাবেই ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি,
আশা করছি কেউ তো বলুক,
"শব্দ লাগবে শব্দ?
নতুন শব্দ পুরোনো শব্দ?"
আমি বলব "হ্যাঁ লাগবে". .
এরপর আবার ছন্দহীনভাবে খাতার উপর-
কলমের অত্যাচার শুরু হবে. .
কিছু একটা লেখার চেষ্টা করব,
এবং তার নাম কবিতা॥
বিষয়: সাহিত্য
১২৫৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন