হলেও হতে পারত এমন একটি কাহিনী
লিখেছেন লিখেছেন ধূসর পান্ডুলিপি ০৫ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:০৬:০৮ সন্ধ্যা
রঞ্জুর চেহারা ভাবলেশহীন॥ লোহার
খাটের এক কোণায় বসে আছে সে॥
পাশে সাবিহা শুয়ে॥ রঞ্জু
আদৌ জানে না মৃত্যুপথযাত্রীর
সাথে কীভাবে কথা বলতে হয়॥
ডাক্তাররা সোজাসুজি কিছু না বললেও
যা বলেছেন তার অর্থ এই যে সাবিহা আর
বেশীদিন বাঁচবে না॥ রঞ্জু
সত্যটা মেনে নিয়েছে॥ সাবিহা চোখ
মেলল
- রঞ্জু
- কী?
- আচ্ছা একটা কথা বলবে?
- হুম কী?
- আচ্ছা আমায় দেখতে কেমন লাগছে?
- হঠাত্ এই প্রশ্ন?
- শুনেছি মৃত্যুপথযাত্রীদের
চেহারা নাকি আগের চেয়ে অনেক সুন্দর
দেখায়?
- ভুল বলনি॥আসলেই তোমায় অনেক সুন্দর
লাগছে| নতুন করে আবার
প্রেমে পড়তে ইচ্ছা করছে
সাবিহা হাসছে॥ হঠাত্ হাসি বন্ধ
করে বলল
- রঞ্জু
- কী?
- তুমি আমার সামনে থেকে চলে যাও
- চলে যাব?
- হ্যা চলে যাবে
- কিছুক্ষণ থাকি?
- না এখনই চলে যাবে তুমি॥ তোমার
দিকে তাকালে পৃথিবীটাকে আবার
নিষ্ঠুর লাগবে আমার কাছে॥প্লিজ
চলে যাও
- আচ্ছা
- আর কখনো আসবে না এখানে
- কখনো না?
- না
রঞ্জূ বের হয়ে গেল॥
সাবিহা ফুপিয়ে ফুপিয়ে কাদছে॥
চোখজোড়া ফ্যানের দিকে চলে গেল॥
গলার উড়নাটাও ছোট না! ভাবছে গলায়
জড়াবে কিনা! সিদ্ধান্তহীনতায়
ভুগছে সে
হাসপাতাল থেকে বেরিয়ে রঞ্জু কেবল
সাবিহার কথা চিন্তা করল॥
মেয়েটাকে আসলেই অনেক সুন্দর লাগছে॥
প্রথম যেদিন ওকে দেখেছিল তখন ওর বয়স
মাত্র ১৫॥ কৈশোর বয়সের ঐ
মেয়েটাকে দেখেই রঞ্জু পৃথিবীর
সবকিছু খুঁজে পেয়েছিল॥ আজ
মেয়েটা মৃত্যুর সাথে লড়াই করছে॥
জিতে ফিরে আসাটা প্রায় অসম্ভব॥ জগত
সংসারে এক বৃহত্ ঘুড়ির নাটাই
ছিড়ে ভোকাট্টা হয়ে উড়ে যাবে সাবিহা॥
এর চেয়ে আনন্দের কিছু কী হতে পারে ????
বিষয়: সাহিত্য
১১৪৬ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন