সেই দেখা সেই কথা
লিখেছেন লিখেছেন ধূসর পান্ডুলিপি ১১ আগস্ট, ২০১৪, ০৯:৫০:৩৫ রাত
শত সহস্র বছরের ব্যবধান,
হয়তোবা তার চেয়েও বেশী.
কল্পনায় ডুবে থাকি,
কল্পনা বড় অদ্ভুত.
সময় যেন কাটতেই চায় না,
চুম্বন নয়, নয় কোনো স্পর্শ,
এ অন্যরকম এক ভালোবাসা.
যে ভালোবাসার কোনো আদি নেই,
নেই কোনো অন্ত!
সেই ভালবাসা যা কখনোবা হাসায়,কখনো বা ভাবায়. .
কল্পনার চোখে এই ভালোবাসার ছবি,
কখনোবা প্রতিবিম্ব.
হেলা নয়,
অনেক কবিতার প্রেরণা-
আজ এই প্রতিবিম্ব.
ব্যবধান তবু কমে না,
এখনো শত সহস্র বছরের অপেক্ষা. .
এই অপেক্ষার নেই কোনো আদল,
নেই কোনো অস্তিত্ব. .
তবু বারংবার একটাই প্রশ্ন জাগে-
কবে হবে-
সেই দেখা সেই কথা?
বিষয়: সাহিত্য
১৩১৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন