শিরোনামহীন একটি গল্প
লিখেছেন লিখেছেন ধূসর পান্ডুলিপি ২৪ জুলাই, ২০১৪, ০৫:১২:৫৭ বিকাল
একা একা বসে আছে জহির নিজের ঘরে. .গান শুনছে. .কিছুক্ষণ আগেই নার্স এসে খাইয়ে দিয়ে গেছে. . মেঘনার আসার সময় হয়ে গেছে. .জহির এত মানা করল তাকে তবুও তার প্রতিদিনই আসা চায়. .একটা রুটিন হয়ে গেছে যেন. .
-ঐ এভাবে মাথা ঝাকিস না,খুলে পড়ে যাবে তো. .
-কিছু বললি?
- বললাম এভাবে মাথা ঝাকছিস কেন?
- গান শুনছি. .ডেড মেটাল. .শুনবি তুই? কান ঝালাপালা করা মিউজিক. .
- না. .এসব অজাত কুজাত আমি শুনি না. .
- শুনবা কেন? তুমি তো আবার সো কলড সাদাসিধে. .
- অপমান করলি বোধহয়?
- না না. .তুই আমার কে লাগিস যে অপমান করতে যাব?
- তোর সাথে কথা বলাটাই বেকার. .কোন কুক্ষণে যে তোর চেহারা দেখতে আসলাম. .
- কেউ কি আসতে বলেছে?
-না
- তাহলে?. .ও আচ্ছা সিমপ্যাথি দেখাতে এসেছিস তাই না?
- এভাবে কথা বলছিস কেন?
- আমি এভাবেই কথা বলি. .ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমার সিমপ্যাথির দরকার নেই. .অন্য কাউকে গিয়ে দেখা গা. .
- রাগ করছিস কেন?
- বা রে পঙ্গু মানুষের আবার রাগ বলতে কিছু আছে নাকি? তোর কথা শুনতে ভাল লাগছে না. .
- এভাবে তুই কাকে কষ্ট দিতে চাচ্ছিস?
- কাউকে না. .
আজ ছয়মাস জহির শয্যাশায়ী. .একটা এক্সিডেন্টে তার বডির সব পার্ট ডেমেজ হয়ে গিয়েছে. .সে এসব আর সহ্য করতে পারছে না. .
- জহির আমি তোকে ভালবাসি, . . আর এটা তুইও জানিস. .
- এটাকে ভালবাসা বলে না. .করুণা বলে. .
- তুই এমন করছিস কেন?
এবার জহির মুখ ফিরিয়ে নিল. .
- এদিকে তাকা. .আমার মুখের দিকে তাকিয়ে বল যে আমি তোকে ভালবাসি না. .
- আমার পক্ষে মিথ্যা বলা সম্ভব না. .
- ওভাবে বলছিস কেন?
- যদি ভালবাসতিই আমি যা বলেছি তা করে দিতি. .
- কি চাস তুই. .
- মুক্তি. .মুক্তি চাই আমি. .
- কিন্তু এটা কোনো সলুশন না. .
- এটাই এখন সবচে বড় সলুশন আমার কাছে. .
-এটা অন্যায়. .আর আমি জেনেশুনে এ অন্যায় করতে পারিনা. .
- অন্যায়? কিসের অন্যায়? একটা মানুষ মরতে চাচ্ছে তাতেও কিসের অন্যায় বল তো. .
- আমি কি নিয়ে বেঁচে থাকব তাহলে?
- তোর চেহারা খারাপ না. .সহজেই যে কারো ঘাড়ে ঝুলে পড়তে পারবি. .
আসলেই কি পারবে মেঘনা? আর কাউকে ভালোবাসা তার পক্ষে যেমন সম্ভব না তেমনি জহিরকে সুইসাইড করতেও সে সাহায্য করতে পারবে না. .কিভাবে পারবে সে?
-কাঁদছিস কেন? শালার যত্তসব লো ক্লাস সেন্টিমেন্ট. .
-জহির. .
এবার দৃঢ় হল মেঘনার কন্ঠ. .
- কি হয়েছে? চোখ রাঙাবি না একদম. .
- তুই আমাকে ভালবাসিস কিনা বল. .
- না . .আমি শুধু নিজেকে ভালবাসি এখন. .
-সত্যি?
- হ্যা. .প্রত্যেকটা ছেলেই চায় একটা মেয়েকে ভালবাসতে, "মহিলা" কে না. .তোর মধ্যে এখন ঐ মহিলাপনাই প্রকাশ পাচ্ছে. .
-হুম. .
- মেঘনা আমার ঘর থেকে বের হয়ে যা. .আর কখনো আসবি না এখানে. .
- আচ্ছা. .
জহির আসলেই অসহায়. .সে জানে মেঘনা তাকে কতটা ভালবাসে. .কিন্তু ভালবাসা পেট ভরায় না. .তার পক্ষে আর কখনো উঠে দাড়ানোই সম্ভব না আর ভালবাসা তো নিছক. .জহিরের মনটা খারাপ হয়ে গেল. .হয়তো দু এক ফোটা পানিও দেখা যাচ্ছে তার চোখে. .কার জন্য এ অশ্রু? মেঘনার ভালবাসার নাকি নিজের অক্ষমতাকে ঢাকার?
বিষয়: বিবিধ
১৫৫১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন