কিছুটা কাল্পনিক বাকিটা অবাস্তব

লিখেছেন লিখেছেন ধূসর পান্ডুলিপি ১৬ জুন, ২০১৪, ১০:৪৯:৩৭ রাত

একটু আগেই আমার মৃত্যু হল,

সবকিছু ঝাপসা ঝাপসা॥

আলাদা এক জগত-

মন্দ না!

এখন শুধুমাত্র আত্মাটা আছে,

চোখ আর মুখও আলাদাভাবে জুড়ল,

চারিদিকে কান্নার আওয়াজ,

সুরটা ভালই লাগছে.

এখানটাই কিছুটা অন্ধকার,

ঠিক যেন গোধুলীবেলা,

না না, সন্ধ্যে হবে॥

শরীরের ওজন টের পাচ্ছি না

কোনো কিছুর গন্ধ পাচ্ছি না,

শুধু দেখতে পাচ্ছি,

একটা সাদা কাপড়,

তার নিচে আমি,

এক অন্য আমি॥

মুখটা থেতলানো,দাঁত ভেঙে গেছে,

কেউ একজন আমায়-

জড়িয়ে ধরে কাঁদছে. .

এ ই তবে মৃত্যু?

খারাপ না!

বিষয়: বিবিধ

১১৯৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

235613
১৬ জুন ২০১৪ রাত ১১:৫৬
ধন্যবাদ লিখেছেন : মেজবানের দাওয়াত দেবেন কিন্তু Sad

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File