একটি আমি একটি তুমি আর কিছুটা প্রেম

লিখেছেন লিখেছেন ধূসর পান্ডুলিপি ০৮ জুন, ২০১৪, ০৭:০৮:১২ সন্ধ্যা

নিঃস্তব্ধ বিকেল,

যান্ত্রিক কোলাহল থেকে কিছুটা দূরে,

তোমার হাতে আমার হাত,

প্রেমের শুরুটা এখানেই॥

চারটি চোখ পরস্পরের দিকে তাকিয়ে

তাতে প্রেমের বাসনা॥

দুটি মন এক জায়গায়

একাকী-

এরই নাম বোধ হয় প্রণয়

তাকিয়েই থাকি

ঝিম ধরে যায়,

তবু তাকিয়ে থাকি,

ঘনকালো চুল,হরিণীর ন্যায় চোখ,

নেশার উদ্রেক করে॥

কিছুটা সময় ধরে বসে আছি,

এখনো সেই হাতের উপর হাত,

চোখের দৃষ্টি এখনো স্থির,

পার্থক্য একটাই-

মুখটা এখন কথা বলছে,

কি কথা,

ঐ যে ঐ কথা-

এক চার আর তিন॥

এবং নতুন একটি গল্পের শুরু॥ :-)

বিষয়: সাহিত্য

১১৬৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

232486
০৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
ছিঁচকে চোর লিখেছেন : নিঃস্তব্ধ বিকেল,
যান্ত্রিক কোলাহল থেকে কিছুটা দূরে,
তোমার হাতে আমার হাত,
প্রেমের শুরুটা এখানেই॥

আহ!!! হোয়াট এ ফিলিংস। মনে হচ্ছে সঙ্গিনীর হাত ধরে অনুভব করছি। Love Struck Love Struck
232550
০৮ জুন ২০১৪ রাত ১০:১৫
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : এবং নতুন একটি গল্পের শুরু...সবাই এই নতুন গল্পটি শুরু করতে চাই! দারুন কবিতা ভালো লাগলো
232575
০৮ জুন ২০১৪ রাত ১১:০১
নূর আল আমিন লিখেছেন : এত্ত আবেগ ক্যারে আফনের

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File