অদ্ভুত সেই

লিখেছেন লিখেছেন ধূসর পান্ডুলিপি ১১ মে, ২০১৪, ০৮:৪২:২৯ রাত

-অণু

-কি হয়েছে মা?

-ছাদে কি করছিস?

-কিছু না মা,জোছনা দেখি. .

-জোছনা দেখার জিনিস?

-অবশ্যই. .জোছনা অবশ্যই দেখার জিনিস. .

-কলেজে যাস নি কেন?দুপুরে তোর বাবা জিজ্ঞেস করছিল

-প্রিপারেশন নিচ্ছিলাম

-প্রিপারেশন? কিসের?

-জোছনা দেখার

-জোছনা দেখার জন্য আবার প্রিপারেশন লাখে নাকি?

-অবশ্যই. .একটা ফিলিং নিয়ে জোছনা দেখতে হয়. .নাহলে জোছনা দেখে মজা পাওয়া যায়না

-মাথাটাথা খারাপ হয়ে গেছে তোর?কি বলছিস এসব

-বলতে পারব না. .হয়েও যেতে পারি. .মাথার মধ্যে যে জটগুলো লেগেছিল তা ধীরে ধীরে খুলছে

-জট? কিসের জট?

-তুমি বুঝবে না.

মা এবার রেগে গেলেন. .অণু মনে মনে হাসছে. .মাকে সে রাগিয়ে দিতে পেরেছে. .পৃথিবীর সবচেয়ে বেশি ভালবাসে সে তার মাকে. .তবে প্রকাশ করে খুব কম

-অণু

-বল মা

-তুই এমন কেন?

-এমন কেমন?

-তুই আজ কি করেছিস?

-অনেক কিছুই তো করলাম. .তাই তুমি কিসের কথা বলছ বুঝছি না

-এতগুলো ফুল,এত খরচ করার কোনো দরকার ছিল?

-না ছিল না

-তবে?

-মানুষ কিছু কাজ কেন করে নিজেও জানে না. .এটাকে এরকমই ধরে নাও

-তোকে মাঝে মাঝে বুঝি না আমি

-কেন?

-বাদ দে

-দিলাম

- আমি যাই..কাজ আছে

-যাও. .ও হ্যা. .মা দিবসের শুভেচ্ছা :-)

বিষয়: সাহিত্য

৭৮৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

220371
১১ মে ২০১৪ রাত ০৯:৩৯
শিশির ভেজা ভোর লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ... ভালো লাগলো।
220381
১১ মে ২০১৪ রাত ১০:১২
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
220398
১১ মে ২০১৪ রাত ১০:৫৭
ফেরারী মন লিখেছেন : জাজাকাল্লা খায়র... অনেক ভালো লাগলো পড়ে। আরো বেশী বেশী লিখুন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File