ঈদুল ফিতরের কিছু সুন্দর আমল
লিখেছেন লিখেছেন যাযাবর১ ২৭ জুলাই, ২০১৪, ১০:৪৯:১০ রাত
প্রিয় পাঠকবৃন্দ, রমজানের শেষে ঈদুল ফিতর প্রায় সমাগত। চলুন জেনে নেই ঈদুল ফিতরের কিছু সুন্দর আমল।
* ফজরের আগে ঘুম থেকে উঠা
* ফজরের নামাজ জামাতে আদায় করা
* ফজরের নামাজের পরে এবং ঈদের নামাজে যাত্রার আগে কিছু মিষ্টি খাবার খাওয়া
* সম্ভব হলে খেজুর খাওয়া এবং বিজোড় সংখ্যক খাওয়া
* ঈদের নামাজের আগে গোসল করা। এমনকি যারা ঈদের নামাজে যোগ দিতে পারবেন না (যেমন মহিলা বা শিশু) তাদেরও গোসল করা উচিত।
* মিসওয়াক বা ব্রাশ দিয়ে দাঁত মাজা
* আতর ব্যবহার করা। মহিলাদের জন্য কড়া সুগন্ধি ব্যবহার উচিত নয়।
* ফিতরা দান করা
* যত সম্ভব সদকা দান করা
* মনে মনে "আল্লাহু আকবার" বলতে বলতে ঈদগাহে পৌঁছানো
* পায়ে হেঁটে ঈদগাহে পৌঁছানো
* ঈদের ময়দানে আগে আগে পৌঁছানোর চেষ্টা করা যাতে প্রথম কাতারে স্থান পাওয়া যায়
* ঈদের নামাজ শেষে ভিন্ন পথে বাড়ি ফেরা
সকলকে জানাই ঈদ মুবারক। মহান আল্লাহ্ যেন আমাদের ঈমান ও আমল বৃদ্ধি করে দেন।
সূত্রঃ http://www.islamicity.com/m/news_frame.asp?Frame=1&referenceID=78971
বিষয়: বিবিধ
১১৪০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন