বিদ্যুতের দুর্ভোগে মুন্সীগঞ্জবাসী চরম হতাশ সবার মুখে মুখে হায়রে সরকার!!

লিখেছেন লিখেছেন রৌদ্র ইকতিয়ার ২৪ এপ্রিল, ২০১৪, ১২:০৯:৫৭ রাত



রৌদ্র ইকতিয়ার,

সারাদেশের ন্যায় মুন্সিগঞ্জেও শুরু হয়েছে বিদ্যুতের ভেলকিবাজি। ২৪ ঘন্টার মধ্যে ৮-১০ বার বিদ্যুৎ বিভ্রাট ঘটে। এতে গত কয়েকদিনের তীব্র গরম মোটেও সহ্য হচ্ছে না। মুন্সিগঞ্জ বাসি। যার ফলে স্কুল, কলেজ ও মাদ্রাসার চলমান এইচ এসসি এবং প্রথম সাময়িক পরীক্ষা ভালো হচ্ছে না শিক্ষার্থীদের।

জানা গেছে, সম্প্রতি দিনের বেলায় প্রখর রোদ্রের তাপ পড়ে। এসময় মুন্সিগঞ্জ পৌরসভাসহ গ্রামাঞ্চলের বেশির ভাগ এলাকায় প্রায় ১০-১৫ বার বিদ্যুৎ বিভ্রাট ঘটে।

তাছাড়া রাতের বেলায় স্কুল, মাদ্রাসা ও কলেজের পরীক্ষার্থীদের পড়ার সময়েও বেশ কয়েকবার বিদ্যুৎ বিভ্রাট হয়।

ফলে তীব্র গরমে ছাত্র-ছাত্রীদের পড়ালেখার ব্যাঘাত ঘটছে। হতাশ হয়ে পড়েছে তারা। যাদের সামর্থ আছে তারা আইপিস কিনে ব্যবহার করছে। অথের অভাবে গ্রামের সাধারণ মানুষ আইপিএসও কিনতে পারছে না। অন্যদিকে খেটে খাওয়া মানুষ সারাদিন পরিশ্রম করে রাতের বেলায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে একটু শান্তিতে ঘুমাতে পারে না। তারা শুধু সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করছেন।

বিষয়: বিবিধ

১২০১ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

212439
২৪ এপ্রিল ২০১৪ রাত ১২:১৪
রৌদ্র ইকতিয়ার লিখেছেন : হার রে সরকার পানি নাই গ্যাস নাই আবার বিদ্যুত নাই এই হলো আমাদের ডিজিটাল বাংলাদেশ Applause Applause Applause Applause Applause Applause Applause Applause Applause Applause

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File