মুুন্সিগঞ্জ গাজারিয়ায় নির্বাচনী সহিংসতা ও দায়িত্ব অবহেলার কারণে থানার ওসি ক্লোজড, এসপি ৭ দিনের ছুটিতে।
লিখেছেন লিখেছেন রৌদ্র ইকতিয়ার ২৯ মার্চ, ২০১৪, ০১:৪২:১৮ দুপুর
রৌদ্র ইকতিয়ার,স্টাফ রিপোর্টার,মুন্সিগঞ্জ,
গাজারিয়ায় নির্বাচনী সহিংসতা ও দায়িত্ব অবহেলার কারণে শুক্রবার সকালে গজারিয়া থানার ওসি মামুনুর রশীদকে ক্লোজড করা হয়েছে। একইসঙ্গে মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে ৭ দিনের ছুটিতে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রনালয় এ সিদ্ধান্ত নেয় বলে মুন্সীগঞ্জ পুলিশ সূত্রে জানা যায়। বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার ভারপ্রাপ্ত পুলিশ সুপারের দায়িত্ব নেন। ওসি মামুনুর রশীদকে ইতিমধ্যেই মুন্সিগঞ্জ পুলিশ লাইনে সরিয়ে আনা হয়েছে এবং গজারিয়া থানার ওসি (তদন্ত) মো. ফরিদ উদ্দিনকে গজারিয়া থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। মুন্সিগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার জানান, আইনশৃঙ্খলা স্বভাবিক রাখতে এবং গজারিয়ার নির্বাচন পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। গত ২৩ মার্চ গজারিয়া উপজেলার নির্বাচনী সহিংসতায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ছামছুদ্দিন প্রধান, ছাত্রলীগ নেতা মাহাবুবুর রহমান জোটন ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুল মান্নান দেওয়ান মনার স্ত্রী লাকী বেগম নিহত ও প্রায় ৪০ জন আহত হন। বৃহস্পতিবার রাতে গুলিবিদ্ধ লাকী বেগমের মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আজ শুক্রবার দুপুরে লাকী বেগমের লাশ গজারিয়া পৌঁছার কথা রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে গজারিয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই জেলা প্রশাসক মো সাইফুল হাসান বাদল গজারিয়ায় অবস্থান করছেন। এই নির্বাচনে গজারিয়া উপজেলা ৪৫টি কেন্দ্রের মধ্যে সহিংসতা ও অনিয়মের কারণে ৯টি কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করা হয়। তাই এই উপজেলার ফলাফল স্থগিত রয়েছে।
বিষয়: বিবিধ
১১৩৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন