ঢাকা-সিলেট মহাসড়কে দূর্ঘটনায় ঢাকার দম্পতিসহ নিহত ৩
লিখেছেন লিখেছেন রৌদ্র ইকতিয়ার ২১ মার্চ, ২০১৪, ০৯:১৯:৩৭ রাত
মোঃ সুমন ইকতিয়ার রৌদ্র,
ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জের আউশকান্দি সিএনজি ষ্টেশনের সামনে শুক্রবার বিকালে সুরমা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সাথে ঢাকাগামী একটি প্রাইভেট কারের
মূখোমূখি সংঘর্ষে ঘটনাস্থলেই স্বামী নজরুল ইসলাম ওরপে রজব মাষ্টার (৫০) ও তার অজ্ঞাত নামা স্ত্রী (৩৫) এর মৃত্যু
হয়েছে। মুমূর্ষ অবস্থায় অপর আহত শালিকা অজ্ঞাত নামা (২৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু ঘটেছে বলে জানাগেছে। তবে অলৌকিক ভাবে ২ বছরের শিশু অক্ষত অবস্থায় রয়েছে। নিহতদের বাড়ি ঢাকার আশুলিয়া থানার দত্তপাড়া এলাকায় বলে জানাগেছে। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে অন্তত ১ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে নবীগঞ্জ থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। স্থানীয় সংসদ সদস্য জাতীয় পাটির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক এম এ মুনিম চৌধুরী বাবু ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানাযায়, নিহত দম্পতি দু’বছরের শিশু বাচ্চা ও শ্যালিকাকে নিয়ে সিলেটের মাজার জিয়ারত শেষে ঢাকা ফেরার পথে উলে¬খিত স্থানে পৌছা মাত্রই বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী সুরমা পরিবহনের সাথে মূখোমূখি সংর্ঘষ বাধে। এতে প্রাইভেট কারটি দুমড়ে মুছড়ে গেলে ঘটনাস্থলেই উক্ত দম্পতির মৃত্যু ঘটে। পুলিশ লাশ উদ্ধার কওে হবিগঞ্জ মর্গে প্রেরন করে।
বিষয়: বিবিধ
৯৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন