স্যালুট নেপাল । ভারতের দাদাগিরি চায় না, নেপাল তাই নেপাল এর কাজ থেকে শিক্ষা নেওয়া উচিত

লিখেছেন লিখেছেন গরীবেরবন্ধু জুয়েলখান ০৪ নভেম্বর, ২০১৫, ১০:০২:৫২ সকাল

নেপালের মানুষগুলো প্রজা হতে চায় না। তারা নিজের দেশের স্বাধীনতার মূল্য বুঝে। অন্যদেশের চাপিয়ে দেয়া ব্যাপারগুলো মেনে নেয়ার মধ্যে যে কাপুরুষতা তা তারা বুঝে।

এই স্বাধীনচেতাই তাদের সাহস যুগিয়েছে।

নেপালবাসী অন্যান্য দেশগুলোর জন্য সাহসিকতার এক আদর্শ

মাত্র বছরখানেক আগেও কাঠমান্ডুর রাজপথে সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিবাদন জানাতে হাজার হাজার মানুষ ভিড় করেছিলেন। নেপালের পার্লামেন্টে ভাষণ দিয়ে প্রতিবেশীদের মনও জয় করে নিয়েছিলেন মি মোদি।

কিন্তু ওই সফরের ঠিক তেরো মাসের মাথায় নেপাল তাদের নতুন সংবিধান অনুমোদন করে, আর তার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়েন সে দেশের ভারত সীমান্তঘেঁষা এলাকার মদহেশিরা – যাদের পেছনে দিল্লিরও প্রচ্ছন্ন সমর্থন আছে বলে পর্যবেক্ষকরা একমত।

মদহেশি নেতা ও নেপাল সদ্ভাবনা পার্টির প্রধান রাজেন্দ্র মাহাতোর বক্তব্য, ‘নতুন সংবিধানে এমনভাবে প্রদেশগুলো ভাগ করা হয়েছে যাতে সাতটির মধ্যে ছটিতেই মদহেশি, থারু বা পাহাড়ি জনজাতিদের ক্ষমতায় আসার কোনও সম্ভাবনা নেই। যেহেতু ভারতীয়দের সঙ্গে মদহেশিদের আত্মীয়তার সম্পর্ক আছে তাই ষড়যন্ত্র করে তাদের ক্ষমতা থেকে দূরে রাখতেই এটা করা হয়েছে।’

অত:পর সীমান্ত এলাকায় মদহেশিদের বিক্ষোভে থমকে যায় ভারতীয় পণ্যবাহী ট্রাকের সারি। নেপালে জ্বালানি তেলের পুরো চালানটাই আসে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন মারফত, তাদের সব ট্রাক সীমান্তে আটকে পড়ে।

নেপালের মতে এটা ভারতের অঘোষিত অবরোধ ছাড়া কিছুই নয়, কিন্তু ভারতীয় কূটনীতিকরা তা জোরালোভাবে অস্বীকার করছেন।

বিষয়: আন্তর্জাতিক

১৩২৩ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

348428
০৪ নভেম্বর ২০১৫ সকাল ১১:০৯
হতভাগা লিখেছেন : নেপালের সে রকম গার্ডথস্‌ নেই । মাস কয়েক পরেই পাশার দান উল্টে যেতে পারে
348433
০৪ নভেম্বর ২০১৫ সকাল ১১:৪০
গরীবেরবন্ধু জুয়েলখান লিখেছেন : কি ভাবে বুজলেন??
০৪ নভেম্বর ২০১৫ দুপুর ০২:১৫
289239
হতভাগা লিখেছেন : বুঝাবুঝির কাজ নাই , ভারতের পার্সোনালিটির কাছে নেপাল মার খেয়ে যাবে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File