জোক হলেও সত্য

লিখেছেন লিখেছেন গরীবেরবন্ধু জুয়েলখান ১৯ ডিসেম্বর, ২০১৪, ১০:৪২:৩৬ সকাল

আমাদের ছোট

নদী চলে বাঁকে বাঁকে,

girl friend আমাদের

বাঁশ দিতেই Jaan বলে ডাকে!

.

মেঘের

কোলে রোদ

হেসেছে বাদল গাছে টুটী,

স্বার্থ হাসিল

হয়ে গেলেই gf যায় ফুটি।

.

আমি হব সকাল

বেলার পাখি,

gf তো জ্বালাই খাইলো

দুঃখ কোথায় রাখি।

.

আয় ছেলেরা আয়

মেয়েরা ফুল

তুলিতে যাই,

gf বলে -'তোমাকে নয়

ফুলও নয় টাকাই যে চাই।'

.

বাঁশ বাগানের

মাথার উপর চাঁদ

উঠেছে ওই, মাস

শেষ হলেই gf

বলে -'ইন্টারনেট

বিল কই?'

.

কাঠ

বিড়ালি কাঠ

বিড়ালি পেয়ারা তুমি খাও,

gf এর দাবি প্রতিদিন

আমায় শপিংএ

নিয়ে যাও।

.

প্রেম করিয়া এই

ভুবনে কেমনে মোরা চলি,

gf এর

হাতে শপিং ব্যাগ

আর মোদের পকেট খালি।

আমি বড় গলায়

বলি -"তোমার

জন্য সাত সমুদ্র

দিব আমি পাড়ি"

gf মনে মনে-

"বলে ,বৌ হয়ে কোন

দিনও,যাবনা তোর বাড়ি...

বিষয়: বিবিধ

১২৯৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

295702
১৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৩৮
হতভাগা লিখেছেন :
296578
২৩ ডিসেম্বর ২০১৪ রাত ১২:৩০

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File