মাননীয় সম্পাদের উদ্দেশে লেখা

লিখেছেন লিখেছেন গরীবেরবন্ধু জুয়েলখান ১৪ ডিসেম্বর, ২০১৪, ০৭:৪২:৩৯ সন্ধ্যা

আমাদের এই ব্লগে ,একজন নাস্তিকের লেখা প্রকাশ পায় । যার নাম (গ্রামের পথে পথে ) তার লেখা পড়ার জন্য আপনাকে অনুরুধ করছি । এবং এর সঠিক ব্যাবস্থা নেওয়ার জন্য অনুরুধ রহিলো ।

বিষয়: বিবিধ

১২৪০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

294288
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:০৭
শেখের পোলা লিখেছেন : সুন্দর কপোলে তীল নাকি আরও সৌন্দর্য বাড়িয়ে দেয়৷ তার পরও ওটার অপারেশন হতেই থাকে৷ কিন্তু পাশদিয়ে আবার গজায়৷ একটা নয়, আরও কয়েকটার আবির্ভাব হয়েছে৷ আসুন এদের বয়কট করি৷ কোন অবস্থাতেই ওদের উঠানে পা দেবনা৷
294371
১৪ ডিসেম্বর ২০১৪ রাত ১১:১১
আফরা লিখেছেন : আপনি তো মনে হচ্ছে ব্লগে অনিয়মিত সে তো এখন এই নামে নেই অন্য নামে আছে -----
294411
১৫ ডিসেম্বর ২০১৪ রাত ০১:৫৯
মনসুর আহামেদ লিখেছেন : মু্ক্তি যোদ্ধার কন্যা, রায়হান রহমান,খেলাঘর বাধঁতে এসেছ,আকবার ,স্বাধীনতা,জুলিয়া,
মারিয়া,
পরীবানু,
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য, স্বাধীন সমালোচক,
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা,
দস্তার,
রুপবান,
মুক্তিযুদ্ধ ৭১,
দ্রাবীড় বাঙাল,
লেয়লা ইসলাম,
বিলকিস,
বাংলা ৭১,
ভিক্টোরিয়া
হেলেনা,
পল্লব প্রভাতে,
খালেদ,
রুশো তামজিদ,
বারাংগনা,
মধুবালা,
সখি,
ফয়সাল১,
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস,
চকো চকো,
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক,
ফাজিল,
অপ্রতিরোধ্য, স্বাধীন সমালোচক,
মুক্তিযুদ্ধ ৭২,
দ্রাবীড় বাঙাল,
পিচ্চি পোলা,
কাওসাইন হক,
চাষা,
jahed_ullah,
নীরু,
সাদা মন,
চোথাবাজ,
আমি বিপ্লবী,
সততার আলো, সকাল সন্ধ্যা।
এ গুলো তার নিক ছিল।
294847
১৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:০০
গরীবেরবন্ধু জুয়েলখান লিখেছেন : হুম #শেখের পুলা
294848
১৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:০১
গরীবেরবন্ধু জুয়েলখান লিখেছেন : হুম এখন একটু কম একটিম #আফরা
294849
১৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:০২
গরীবেরবন্ধু জুয়েলখান লিখেছেন : বুজলাম না #মনসুর ভাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File