মুসলমানের মানবাধিকার থাকেত নাই
লিখেছেন লিখেছেন গরীবেরবন্ধু জুয়েলখান ১৩ জুলাই, ২০১৪, ০৪:৪২:০৪ বিকাল
মুসলমানের মানবাধিকার থাকেত নাই !!! তারাবির নামাজের সময় বেধেদেয় একজন হিন্দু !! তখন কোন পতিবাদ করা যাবে না ,। মানবতা বলতে একটা কথা আছে না !!! বেশ্যালয়ে জোড়পূর্বক কিছু করা যাবে না।
পয়সা দিয়েছ তাতে কি!!
মানবতা বলে একটা কথা আছে না?
মসজিদের পাশে মন্দিরে কাশার ঘন্টা;
ঢাকের বাদ্য।
বাজতে দাও।
মাগরিবের ওয়াক্ত যায়।
যেতে দাও,
মানবতা বলে একটা কথা আছে না?
ফিলিস্তিনে ছুড়ছে বোমা,
মরছে মানুষ।
ছুড়তে দাও, মরতে দাও।
ইসরাইলের আত্ন-রক্ষার অধিকার আছে না!!
সব শালা আজ মানবতাবাদী পশ্চিমাদের দালাল।
বিষয়: বিবিধ
৯৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন