সৌদি আরবের ভিক্ষুকের মৃত্যুর পরে কোটি টাকার সম্পত্তির খোঁজ পাওয়া গেল
লিখেছেন লিখেছেন গরীবেরবন্ধু জুয়েলখান ২৫ মার্চ, ২০১৪, ১২:৪১:৫৩ দুপুর
সৌদি আরবের শতায়ু বৃদ্ধা ভিখারি মারা যাওয়ার পর তাঁর বিপুল গুপ্ত সম্পদের খোঁজ পাওয়া গেল। দীর্ঘ ৫০ বছরে ভিক্ষাবৃত্তির ফল স্বরূপ তাঁর ভাণ্ডারে সঞ্চিত হয়েছে বেশ কিছু সোনার মুদ্রা, বহু অলঙ্কার এবং ভূ-সম্পত্তি এবং মোটা ব্যাঙ্ক ব্যালেন্স।
আয়েষা নামের ওই অন্ধ ভিখারিনী গত ৫০ বছর ধরে জেদ্দাহের রাস্তায় ভিক্ষা করছেন। হঠাৎ করে নিজের বাড়িতে মারা যাওয়ার পর তাঁর বিপুল সম্পত্তির কথা সামনে চলে আসায় বিস্মিত সবাই।
সম্পদের দিক থেকে তিনি পাল্লা দিতে পারেন তাবড় অর্থবানদের। সৌদি আরবের আল বালাদে চারটি বাড়ি রয়েছে, ব্যাঙ্কে জমা হয়েছে ৭ লক্ষ ৯৯ হাজার ৯৩৫ মার্কিন ডলার। ২ লক্ষ ৬৬ হাজার ৬৪৫ মার্কিন ডলারের সম মূল্যের সোনার কয়েন ও গয়না।
আয়েষার মা ও বোন দু`জনেই ভিক্ষা বৃত্তি করতেন। তাঁরা মারা যাওয়ার পর তাঁদের সঞ্চিত অর্থও উত্তরাধিকার সূত্রে পান আয়েষা। তবে আয়েষার কোনও আত্মীয় না থাকায় তিনি চেয়েছিলেন তাঁর মৃত্যুর পর তাঁর বিপুল সম্পত্তি গরীবদের মধ্যে ভাগ করে দিতে
বিষয়: বিবিধ
১০০৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন