নগদ টাকা কামাতে উস্তাদ আওয়ামিলীগ
লিখেছেন লিখেছেন গরীবেরবন্ধু জুয়েলখান ২১ মার্চ, ২০১৪, ০৫:২৬:১০ বিকাল
নগদ টাকা হাতে নিয়ে এধার ওধার করতে করতেই চতুর ব্যাক্তিরা নগদ অর্থ কামাতে ওস্তাদ। আর সেটা যদি হয় আওয়ামি লীগ, তাহলেতো কোন কথাই নেই! জাতিয় সঙ্গিত গেয়ে বিশ্ব রেকর্ড গড়তে খরচের টাকা যোগার করতে সরকারি ভাবে চাঁদাবাজি করছে তারা। আওয়ামি লীগ ও তাদের চুতিয়া দোসররা এতদিন বলে আসছিল জামায়াত স্বাধিনতার শত্রু। আর সেই শত্রুদের ব্যাংক হল ইসলামি ব্যাংক। সেই ব্যাংক থেকেও তারা চাঁদা নিয়েছে। জাতিয় নির্বাচনে অংশ না নিয়ে উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় কয়েকদিন আগে বিএনপিকে ফেলা থুথু চেটে খাওয়ার কথা বলেছিল আওয়ামি লীগ। জামায়াত ও ইসলামি ব্যাংককে স্বাধিনতার শত্রু হিসেবে আখ্যায়িত করে আবার সেই শত্রুদের (?) কাছে থেকে জাতিয় সঙ্গিত গেয়ে চেতনা বাস্তবায়ন করতে গিয়ে এখন সেই আওয়ামি লীগই মুলতঃ থুথু ফেলে আবার চেটে খাচ্ছে। যেই দেশে এখনও স্বাধিনতা যুদ্ধে অংশ গ্রহনকারীদের না খেয়ে মরতে হয়, সাধারন মানুষের কথা নাইবা বললাম, সেই দেশে একটা অস্থায়ি রেকর্ড গড়তে কোটি কোটি টাকা খরচের কি মানে হয়, সেটা এই অধমের মাথায় আসলনা! যেখানে আজ বাদে কাল যেকোন দেশ এই রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়তে পারে।
আসলে দলের নেতাকর্মীদের দিয়ে রাষ্ট্রিয় মদদে আরও দুই পয়সা মারিং কাটিং এর রাস্তা তৈরি করতেই যে এধরনের পাগলামি, সেটা জনগন ইতিমধ্যে বুঝে গেছে। এভাবে দেশকে কতটুকু এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, চেতনার ধ্বজা কিভাবে প্রসারিত হচ্ছে, জাতিকে একদিন না একদিন এর হিসেব কড়ায় গন্ডায় দিতে হবে ইনশাল্লাহ।
বিষয়: রাজনীতি
১০৪২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন