গৃহিণীরা সংসারের সকল কাজকর্মের বিনিময়ে কি কোনো প্রতিদান পাবেনা?
লিখেছেন লিখেছেন মারইয়াম উম্মে মাবরুরা ০৯ এপ্রিল, ২০১৪, ০১:৫৩:৩৪ রাত
আমরা অনেকেই মনে করি যে স্বামী স্ত্রীর মাঝের সম্পর্ক শুধু যৌনকামনা চরিতার্থের বিষয়। কিন্তু এটি কখনোই নয়। বরং সংসারের কাজকর্ম পরিচালনা করা দ্বীনী কাজের অন্তর্ভূক্ত। কেননা কোনো নারী যদি এই কামনা করে যে আল্লাহ পাক আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াকে আমার উপর ফরজ করেছেন। আমার এই বৈবাহিক সম্পর্কের উদ্দেশ্য স্বামীকে সন্তুষ্ট করার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা।তাহলে এই দাম্পত্য জীবনটা পুরোপুরি সাওয়াবের আমলে পরিণত হয়ে যায়। মহিলারা ঘরের যে সব কাজ কর্ম করে, তাতে যদি স্বামীর সন্তুষ্টি উদ্দেশ্য হয় তাহলে সকাল বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত কাজ করেছে আল্লাহর নিকট ইবাদাত হিসেবে লিপিবদ্ধ হয়। খাবার রান্না করা বলুন, ঘরের তত্ত্বাবধায়ন বলুন, সন্তানদের লালন-পালন বলুন,স্বামীর সেবাযত্ন বলুন, স্বামীর সঙ্গে মনোরন্জনমূলক কথাবার্তা বলুন,সব কাজের বিনিময়ে সাওয়াব লিপিপদ্ধ হয়। শর্ত হলো নিয়ত ঠিক থাকতে হবে।
(শাইখুল হাদীস মুফতী তাকী উসমানী দাঃ বাঃ)
বিষয়: বিবিধ
১২৮১ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"সব কাজের বিনিময়ে সাওয়াব লিপিপদ্ধ হয়। শর্ত হলো নিয়ত ঠিক থাকতে হবে।"
যাজাকাল্লাহু খাইরান।
পিলাচ।
ধন্যবাদ।
শুকরিয়া।
কিন্তু আমাদেরকে মেয়ে দেয়না কেউ
মন্তব্য করতে লগইন করুন