মুনাফেকির প্রকারভেদ

লিখেছেন লিখেছেন এমদাদ ১৬ এপ্রিল, ২০১৪, ০৩:১৬:০৮ দুপুর

মুনাফেকি দু প্রকার :

১। বিশ্বাসগত মুনাফেকি।

২। আমলগত (কার্যগত) মুনাফেকি।

এক : বিশ্বাসগত মুনাফেকি

এ-প্রকার মুনাফেকি ছয় প্রকার, এর যে কোন একটা কারো মধ্যে পাওয়া গেলে সে জাহান্নামের সর্বশেষ স্তরে নিক্ষিপ্ত হবে।

১। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে মিথ্যা প্রতিপন্ন করা।

২। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা নিয়ে এসেছেন তার সামান্যতম অংশকে মিথ্যা প্রতিপন্ন করা।

৩। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে ঘৃণা বা অপছন্দ করা।

৪। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা নিয়ে এসেছেন তার সামান্যতম অংশকে ঘৃণা বা অপছন্দ করা।

৫। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দীনের অবনতিতে খুশী হওয়া।

৬। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দীনের জয়ে অসন্তুষ্ট হওয়া।

দুই : কার্যগত মুনাফেকি

এ ধরণের মুনাফেকি পাঁচ ভাবে হয়ে থাকে: এর প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বাণী:

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “মুনাফিকের নিদর্শন হলো তিনটি:

১। কথা বললে মিথ্যা বলা।

২। ওয়াদা করলে ভঙ্গ করা।

৩। আমানত রাখলে খিয়ানত করা।

অপর বর্ণনায় এসেছে :

৪। ঝগড়া করলে অকথ্য গালি দেয়া।

৫। চুক্তিতে উপনীত হলে তার বিপরীত কাজ করা।

বিষয়: বিবিধ

১৩২১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

208770
১৬ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩০
নীল জোছনা লিখেছেন : এগুলো তো অনেক আগে থেকেই জানি নতুন করে আর কি জানবো। তবে ধন্যবাদ শেয়ার করার জন্য
208788
১৬ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১৭
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : জাজাকাল্লা খাইরান.. অনেক ভালো লাগলো পড়ে
208799
১৬ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩৪
মেঘ ভাঙা রোদ লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ মুনাফেক সম্পর্কে জানলাম অনেক কিছু।
208855
১৬ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০১
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ Rose Rose Good Luck Good Luck Rose Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File