হার্ট একটি সূক্ষ্ম জেনারেটর

লিখেছেন লিখেছেন এমদাদ ০১ এপ্রিল, ২০১৪, ০৩:১৭:৫৪ দুপুর

মানবদেহের দ্বিতীয় শক্তিশালী বস্তু হচ্ছে জেনারেটর, স্বয়ংক্রিয় শক্তি উৎপাদন যন্ত্র। আমরা একে বলি হার্ট কিংবা হৃদ্‌যন্ত্র। মানব দেহের বাম পাশে সামনের দিকে পেটের একটু উপরে এই ছোট অংশটি হচ্ছে মানবদেহের সর্বাধিক জরুরি অংশ। মানব সন্তানের অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে এটিই সর্ব প্রথম তৈরি করা হয়েছে। তাই বলা যায় এটিই সৃষ্টির শুরু। আবার এর তৎপরতা বন্ধের মাধ্যমে মানবীয় জীবনের ঘটে অবসান। এ জেনারেটর যখন অচল হয়ে যায় তখন দেহের অন্যান্য সব কটি যন্ত্র চালু থাকলেও মূল মানুষটিকে আর জীবন্ত বলা যায় না। ভিন্নভাবে বললে, এ হার্টই হচ্ছে মানুষের জীবন। এর উপর প্রভাব বিস্তার করতে পারলে এর ফলে শরীরে অন্যান্য যন্ত্রও মাঝে মাঝে তার নির্দিষ্ট দায়িত্ব পালন থেকে বিরত হয়ে যেতে বাধ্য হয়। যেমন, শরীরের যে কোটি কোটি সেলকে বলা হয়েছে গরম-ঠান্ডা অনুভব করার কাজে তৎপর থাকার জন্য, এই মনের শক্তির কাছে তা-ও তার কর্মক্ষমতা হারিয়ে ফেলে। এই মন কিংবা হৃদয়টাই হচ্ছে মানুষের আসল শক্তি। এটা ভালো তো সব ভালো, এর কথাই আসল কথা। আমরা যে দেহ নিয়ে চলি, যে চোখ দিয়ে দেখি, যে কান দিয়ে শুনি, যে মুখ দিয়ে কথা বলি তার প্রতিটি অংশই হচ্ছে এক-একটি গবেষণার সমুদ্র। চোখ দিয়ে আমরা প্রাথমিক ভাবে যা দেখি তা তো থাকে চিত্রের নেগেটিভ। কোন কুশলী আমাদের ব্রেনে এই চিত্রকে পজিটিভ করে পেশ করে ? কান দিয়ে হাজার কথা একত্রে শুনি কিন্তু কে এর ভিতরে ওয়েভ-গুলোকে সুবিন্যস্ত করে রাখে ? এক কথার সাথে অন্য কথার সংঘাত হয় না কেন ? জিহ্বা দিয়ে যখন কথা বলি তখন তার এক লক্ষ সতের হাজার সেল একত্রে এসে কীভাবে আমার কথাগুলোকে সাজিয়ে-গুছিয়ে দেয় ? কে সেই মহান সৃষ্টি-কুশলী, মানুষ ছাড়া যিনি অন্য কোনো প্রাণীর জিহ্বায় এ সেলগুলো তৈরি করেননি ?

বিষয়: বিবিধ

১০১৩ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

201331
০১ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:০৫
ফেরারী মন লিখেছেন : হার্ট ভালো রাখার পদ্ধতি জানা থাকলে বলেন।
০১ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১৯
151038
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আমি জানি। রিল্যাক্সজেশন করুন।
201353
০১ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:২৫
নীল জোছনা লিখেছেন : বাহ চমৎকার পোষ্ট। অনেক ধন্যবাদ
201402
০১ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪০
সন্ধাতারা লিখেছেন : It is an amaizing post. Thanks a lot.
201435
০১ এপ্রিল ২০১৪ রাত ১১:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সুন্দর ও তথ্যপুর্ন পোষ্টটির জন্য অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File