ভালোবাসা ২

লিখেছেন লিখেছেন এমদাদ ২৯ মার্চ, ২০১৪, ০৮:৫৪:০৩ রাত

অবৈধ প্রেম-ভালবাসায় জড়িত হয়ে অনেক তরুণ-তরুণীর জীবন অকালে ঝড়ে পড়ছে। তাদের লেখা-পড়ার ক্ষতি হচ্ছে, সময়ের অপচয় হচ্ছে। নষ্ট হচ্ছে, সাজানো সংসার ভেঙ্গে চুরমান হচ্ছে, সবচেয়ে বড় কথা হল- ঈমানের জ্যোতি নিভে যাচ্ছে, দীনদারিত্ব নষ্ট হচ্ছে। আসলে ভালবাসা বলতে যা বুঝায়-বর্তমান যুবক-যুবতীর এই ভালবাসা সেই ভালবাসা নয়। তাদের ভালবাসার মূল মিনিং হচ্ছে অনেক সময় দেখা যায় তাদের এই ভালবাসায় অভিভাবকদের সম্মতি থাকে না বিধায় তাদের মুখে চুনকালি দিয়ে পালিয়ে যায়। আবার কিছু দিন পরে যখন প্রেমের আবেগ নিশা টুটে যায়, তখন কালো মেঘের ছায়ার মত নেমে আসে নানাবিধ অস্বস্তি ও যন্ত্রণা। তখন তড়িৎ গতিতে বিচ্ছেদ ঘটে যায়। তারা সর্বনাশা প্রেমে একুল-অকুল সবি হারায়।

বিষয়: বিবিধ

১১৭৪ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

199993
২৯ মার্চ ২০১৪ রাত ১০:০২
শিশির ভেজা ভোর লিখেছেন : একদম বাস্তব কথা বলেছেন। অনেক ভালো লাগলো পড়ে। আরো বেশী বেশী লিখুন
199999
২৯ মার্চ ২০১৪ রাত ১০:০৯
নীল জোছনা লিখেছেন : ভালোবাসার নামে আজকাল যা হচ্ছে তাতে আমি দিশেহারা। জাজাকাল্লা খায়র... অনেক ভালো লাগলো পড়ে। আরো বেশী বেশী লিখুন
200975
৩১ মার্চ ২০১৪ রাত ০৮:১৪
এমদাদ লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File