বৃষ্টিতে কিছু ভাবনা

লিখেছেন লিখেছেন হামিদাখানম ১৪ আগস্ট, ২০১৪, ০৯:৫৯:১০ সকাল

আজকে শ্রাবনের শেষে বৃষ্টিটা শুরু হয়েছে এমন এক সময়ে যখন ছাত্র-ছাত্রীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ও কল কারখানার শ্রমিকরা তাদের কর্মস্থলে যাওয়ার জন্য বের হয়েছে।

আমাদের বাসাটা এমন এক জায়গায় যেখান থেকে গার্মেন্টস শ্রমিকদের আসা-যাওয়া স্পষ্ট দেখা যায় আর বৃষ্টির ভিউও এক এক বারান্দা থেকে ভিন্ন ভিন্ন ভাবে পরিলক্ষিত হয়।

বৃষ্টির দৃশ্য দেখতে গিয়ে দেখলাম, বহু গার্মেন্টস মহিলা শ্রমিক বোরখা পড়ে হাতে টিফিন কেরিয়ার নিয়ে বৃষ্টি থেকে বাঁচার জন্য দ্রুত হেটে কর্মস্থলের দিকে যাচ্ছে। কিন্তু পথিমধ্যে তার সমস্ত কাপড় ভিজে গেছে। লক্ষ্য করলাম তাদের হাতে বৃষ্টি থেকে নিজকে রক্ষার জন্য এক্সট্রা কোন কাপড় বা পলিথিন আছে কি-না। কিন্তু নাহ তেমন কিছু দেখলাম না। একটা ছাতা কিনার সামর্থও তাদের নেই। তা ছাড়া বাড়তি টাকা খরচ করে ছাতা কিনে সারা বছর ঘরে রাখা। বছরে কয়দিনইবা বৃষ্টি হয়।

আমার ভাবনার দৃষ্টিতে আমি দেখলাম পোষাক কারখানার এই পোষাক শ্রমিকরা সারা দিন ভিজা কাপড়ে থেকে অন্যের জন্য পোষাক তৈরী করছে। কি বিচিত্র!

বিষয়: বিবিধ

১১২৮ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

254158
১৪ আগস্ট ২০১৪ সকাল ১০:১৪
দ্য স্লেভ লিখেছেন : এই পোষাক শ্রমিকরা সারা দিন ভিজা কাপড়ে থেকে অন্যের জন্য পোষাক তৈরী করছে। কি বিচিত্র!
১৪ আগস্ট ২০১৪ সকাল ১১:১৫
197937
হামিদাখানম লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
254285
১৪ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
রাইয়ান লিখেছেন : দারুন সুন্দর লেখা হয়েছে .... তাইত ! একেকটা বারান্দা থেকে বৃষ্টির একেকটি রূপ দেখা যায় !!! অসাধারণ উপলব্ধি ......
পোষাক কারখানার এই পোষাক শ্রমিকরা সারা দিন ভিজা কাপড়ে থেকে অন্যের জন্য পোষাক তৈরী করছে। কি পোষাক কারখানার এই পোষাক শ্রমিকরা সারা দিন ভিজা কাপড়ে থেকে অন্যের জন্য পোষাক তৈরী করছে। কি বিচিত্র! ....অসাধারণ একটি লাইন .... Thumbs Up
১৫ আগস্ট ২০১৪ সকাল ০৬:০০
198174
হামিদাখানম লিখেছেন : জাযাকাল্লাহু খাইরান।
254311
১৪ আগস্ট ২০১৪ রাত ০৮:২০
বাজলবী লিখেছেন : ধন্যবাদ
১৫ আগস্ট ২০১৪ সকাল ০৬:০০
198175
হামিদাখানম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
254462
১৫ আগস্ট ২০১৪ সকাল ০৯:১৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : অনেক সুন্দর পোস্ট, অল্প কথায় অনেক কথাই বুঝিয়ে দিলেন। ধন্যবাদ।
১৬ আগস্ট ২০১৪ সকাল ০৫:১২
198526
হামিদাখানম লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File