আমিও স্বাধীনতা চাই....
লিখেছেন লিখেছেন মনটা আমার বাঁধনহারা ১৯ ডিসেম্বর, ২০১৪, ০৩:৫৪:৫৯ দুপুর
আজ স্বাধীনতা নিয়ে তুমুল এক বিতর্ক অনুষ্ঠিত হতে দেখলাম
স্বাধীনতার তীব্র আকাংখা প্রতিটি মনের ভেঙেছে সমস্ত লাগাম
স্বাধীনতা চায় স্বৈরাচারীতা, অনৈতিকতা, খুন, রাহাজানি থেকে
স্বাধীনতা চায় দারিদ্রতা, নির্মমতা, নিলজ্জতা, মানহানি থেকে
স্বাধীনতা চায় বর্বরতা, নিশংসতা, অবিচারের করাল গ্রাস থেকে
স্বাধীনতা চায় অসত্য, অসুন্দর, রাজনৈতিক মিথ্যাচার থেকে
এখন স্বাধীনতা প্রয়োজন বুক ভরে বিশুদ্ধ বাতাসে নিশ্বাস নিতেও
এখন স্বাধীনতা প্রয়োজন মনের ভাবনাকে মুক্তির আস্বাদন করাতেও
স্বাধীনতার অভাবে অধ্যয়নে করা যায় না ইসলামী সাহিত্য
স্বাধীনতার অভাবে কুরআন ও সুন্নাহর চর্চা কঠিন হচ্ছে নিত্য
চিন্তার আকাশে বাতাসে তাই স্বাধীনতার বাজিছে আজি ডংকা
স্বাধীনতা বিনে বৃথা জীবন শিহোরিত মনে জেগেছে ভয়-শংকা
‘চাই কি স্বাধীনতা’ বিবেকের আদালতে দন্ডায়মান বাঁধনহারা মন
‘আমিও চাই স্বাধীনতা’ তাই তো সর্বদা নফসকে করতে চাই দমন
পরাধীনতা প্রতিকূলতায় নয়, বন্দীত্ব মোদের আপনও আত্মার শৃঙ্খল
স্বাধীনতা চাইলে করতে হবে ভেদ তাই শয়তানের বিছানো বেড়াজাল
বিষয়: বিবিধ
১০৯৮ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স্বাধীনতা চাইলে করতে হবে ভেদ তাই শয়তানের বিছানো বেড়াজাল
সেই দিন শেষ আপু। ঘুমন্ত জাতি হয়তো আর জাগবে না।
জীবন যার আল্লাহর রাহে বিলীন
দুঃখ-বেদনায় কভু না করি ভয়
হতাশা-নিরাশার আত্মা হয় না যেন ক্ষয়
শত প্রতিকূলতা ঈমানের শক্তিতে করে জয়
আখিরাতের তরে হয় যেন যাবতীয় সঞ্চয়...
আমিও স্বাধীনতা চাই।
কিন্তু প্রিয়ন্তি আপু আমার দাঁত তুলে ফেলবে
‘আমিও চাই স্বাধীনতা’ তাই তো সর্বদা নফসকে করতে চাই দমন...
‘আমিও চাই স্বাধীনতা’ তাই তো সর্বদা নফসকে করতে চাই দমন
অসাধারণ লিখেছেন। অসম্ভব ভালো লাগলো।
অন্নেক শুকরিয়া আপুনি।
খুব সুন্দর ভাল লাগল আপু ।
মন্তব্য করতে লগইন করুন