কাছের মানুষ(উপলব্ধি)-১
লিখেছেন লিখেছেন মনটা আমার বাঁধনহারা ১৫ ডিসেম্বর, ২০১৪, ০১:৪৬:৩৯ রাত
কতই না ভালো হতো যদি জীবনে ঘটমান ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত অপছন্দনীয় অংশটুকু বদলে ফেলা যেত! কেটে দিয়ে বা মুছে দিয়ে সেখানে পছন্দনীয় কিছু লেখা যেত! কিন্তু বাস্তবতা খুব কঠিন! বাস্তব জীবনে রিহার্সালের কোন সুযোগ নেই। প্রতিটা শটই এখানে ‘ওকে’। প্রতি মূহুর্তের তুনিনে একটাই তীর থাকে। সেই তীর লক্ষ্য চ্যুত হওয়া মানে সেই মূহুর্তটি হারিয়ে যাওয়া কালের গহ্বরে। তাই সাবধানতার কোন বিকল্প নেই।
বিশেষ করে সম্পর্কের বন্ধনগুলোর ক্ষেত্রে আমরা বড় বেশি আটপৌড়ে। কারো সাথে কথা বলার সময়, ভাব বিনিময়ের সময় এটেনশন দেই না ঠিকমতো! ফোকাস থাকে না আমাদের। কিন্তু কেন? কাছের মানুষ বলেই বুঝি তাদের যথাযথ মূল্যায়ন না করলেও চলে? অথচ এই কাছের মানুষগুলোর জন্যই তো জীবন আমাদের কাছে 'রঙধনু হয়ে' ধরা দেয়! 'সুহাসিনী ভোর' হয়ে হাজির হয়! 'শুকনোপাতার' মত তো তাদের মন থেকে ঝরে যেতে দিতে পারি না! তাই না...?!
কেননা এই কাছের মানুষগুলোই তো আমাদের ঘোর আঁধারের সময়ে হাজির হয় এক টুকরো 'রোশনি' নিয়ে। হতাশার মেঘের বুক চিড়ে বেড়িয়ে আসে 'আশা জাগানিয়া' হয়ে! কষ্টের নদীর বুকে জেগে উঠে এক খন্ড 'চর' রূপে! 'রাহবার' হয়ে দেখিয়ে দেয় সুখের কিনারা......
বিষয়: বিবিধ
১২২৭ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এমন ইক্টুস ইক্টুস ভাবনাগুলোকে উপলব্ধির সাথে সাথে আমরা যেন অন্তরও মাঝে ধারণও করতে পারি সেই তাওফীক দিন আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে! আমীন।
অনেক শুকরিয়া আপি। এত্তোগুলা লাভ ইউ
তবে এটাও ঠিক যে যারা বুঝতে চান দুই লাইনের ভেতর থেকেও বুঝটাকে খুঁজে নেন! আর যারা বুঝতে চান না তাদেরকে কোন ভাবেই বোঝানো যায় না! অনেক ধন্যবাদ আপু আপনাকে!
মন্তব্য করতে লগইন করুন